যদিও অনেকটা দেরিতে টেস্ট পেপার প্রকাশ করা হচ্ছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুলে স্কুলে নভেম্বর মাসেই শেষ হয়েছে। কিন্তু তারপরেও কেন এত সময় লাগল টেস্ট পেপার তৈরি হতে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পর্ষদের দাবি প্রত্যেকটি স্কুলকেই স্কুলের প্রশ্নপত্র পাঠানোর কথা বলা হয়েছিল। অনেক স্কুলই প্রশ্নপত্র পাঠানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করেছে। তার জেরেই কিছুটা দেরি হয়েছে বলেই দাবি করছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
আরও পড়ুন- বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার দেয়। এই টেস্ট পেপারে একদিকে যেমন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থাকে তেমনি মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র রাখা হয় এই টেস্ট পেপারে। এবারেও মাধ্যমিকের টেস্ট পেপার ঠিক সেই ভাবেই তৈরি করা হয়েছে বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের। যদিও একাংশের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছানোর আগেই কয়েকটি সংগঠনের টেস্ট পেপার ইতিমধ্যেই বাজারে যেতে শুরু করেছে।
তার জেরে সেই সংগঠনগুলির টেস্ট পেপার ও ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে গেছে। তবে এবার মাধ্যমিক পরীক্ষা অনেকটাই এগিয়ে আনা হয়েছে বলে একাংশের বক্তব্য টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছানোর টার্গেট অনেকটাই আগে রাখলে ভাল হতো। মঙ্গলবার টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলতি সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই রাজ্যে সব ছাত্র-ছাত্রীদের হাতে মাধ্যমিকের টেস্ট পেপার পৌঁছে যাবে বলেই আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ।