TRENDING:

Madhyamik: বড় ঘোষণা! চলতি সপ্তাহেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

Last Updated:

Madhyamik : মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজই মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্কুলগুলির উদ্দেশ্যে পাঠানো শুরু করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর দু’মাস বাকি নেই এবার মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার দিতে শুরু করল মাধ্যমিক পরীক্ষার্থীদের। চলতি সপ্তাহ থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার পৌঁছে যাবে বলেই, আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুধবার থেকে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদের পাঠানো শুরু হবে টেস্ট পেপারের কপি। তারপরেই স্কুল মারফত টেস্ট পেপার পেয়ে যাবেন স্কুলগুলি।
advertisement

যদিও অনেকটা দেরিতে টেস্ট পেপার প্রকাশ করা হচ্ছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুলে স্কুলে নভেম্বর মাসেই শেষ হয়েছে। কিন্তু তারপরেও কেন এত সময় লাগল টেস্ট পেপার তৈরি হতে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পর্ষদের দাবি প্রত্যেকটি স্কুলকেই স্কুলের প্রশ্নপত্র পাঠানোর কথা বলা হয়েছিল। অনেক স্কুলই প্রশ্নপত্র পাঠানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করেছে। তার জেরেই কিছুটা দেরি হয়েছে বলেই দাবি করছে মধ্যশিক্ষা পর্ষদ।

advertisement

আরও পড়ুন-   বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন

আরও পড়ুন-   সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার দেয়। এই টেস্ট পেপারে একদিকে যেমন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র থাকে তেমনি মাধ্যমিকের মডেল প্রশ্নপত্র রাখা হয় এই টেস্ট পেপারে। এবারেও মাধ্যমিকের টেস্ট পেপার ঠিক সেই ভাবেই তৈরি করা হয়েছে বলে দাবি মধ্যশিক্ষা পর্ষদের। যদিও একাংশের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছানোর আগেই কয়েকটি সংগঠনের টেস্ট পেপার ইতিমধ্যেই বাজারে যেতে শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তার জেরে সেই সংগঠনগুলির টেস্ট পেপার ও ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে গেছে। তবে এবার মাধ্যমিক পরীক্ষা অনেকটাই এগিয়ে আনা হয়েছে বলে একাংশের বক্তব্য টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছানোর টার্গেট অনেকটাই আগে রাখলে ভাল হতো। মঙ্গলবার টেস্ট পেপারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলতি সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই রাজ্যে সব ছাত্র-ছাত্রীদের হাতে মাধ্যমিকের টেস্ট পেপার পৌঁছে যাবে বলেই আশাবাদী মধ্যশিক্ষা পর্ষদ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik: বড় ঘোষণা! চলতি সপ্তাহেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল