আরও পড়ুনঃ ‘রেজাল্ট শুনে গলা কাঁপছে, এখনও বিশ্বাস হচ্ছে না’, মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ইশানী চক্রবর্তী
নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময় রাহুল জানায়, ‘ খুবই ভাল পরীক্ষা হয়েছিল। আরও ভাল ফল হবে আশা করেছিলাম।’ ভবিষ্যত পরিকল্পনার কথা বলার সময় সে বলে, ‘সায়েন্স নিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে চাই। তবে, ডাক্তার-ইঞ্জিনায়ার নয় আমি শিল্পপতি হতে চায়। দেশের বেকারত্বের কথা ভেবে আমি শিল্পপতি হতে চায়।’
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৫-এর মেধাতালিকায় মোট ৬৬! কোন জেলার মাথায় সেরার সেরা মুকুট?
৭০ দিনের মাথায় রেজাল্ট বেরল মাধ্যমিক ২০২৫-এর। চলতি বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। ২০২৫ পরীক্ষা দিয়েছে মোট ৯৮৪৭৫৩ জন পড়ুয়া। যা গত বছরের থেকে ৬২ হাজার বেশি। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র এবং ৫৫৫৯৫০ ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ হয়েছে।