আরও পড়ুন: ছিল কড়া নির্দেশ, ফের সিবিআই ডেরায় অনুব্রত মণ্ডল! ঢোকার আগেই যা বললেন...
তুঙ্গে প্রস্তুতি। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এ বার অংশ নিয়েছেন মাধ্যমিকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। ১৬ মার্চ শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ফল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ একটি নিয়ম মেনে চলে থাকে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার একটি রীতি রয়েছে পর্ষদের। সেই মতোই প্রকাশ হচ্ছে ফল৷
advertisement
১৬ মার্চ শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ফল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ একটি নিয়ম মেনে চলে থাকে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার একটি রীতি রয়েছে পর্ষদের। কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছিল, আগামী ৩ জুন ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে পর্ষদ। সোমবার সে কথাই জানিয়ে দিল বোর্ড।