TRENDING:

LIC HFL recruitment 2022: LIC -তে কাজ করতে চান? নেওয়া হচ্ছে প্রচুর লোক, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Last Updated:

প্রার্থীদের আগামী ২৫ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের (LIC Housing Finance Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

LIC HFL Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://www.lichousing.com/static-assets/pdf/Assistant_Assistant_Manager_Recruitment_Detailed_Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms করে দেখতে পারেন।

আবেদনের লিঙ্ক https://ibpsonline.ibps.in/licaamjul22/

LIC HFL Recruitment 2022: শূন্যপদের বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৮০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

আপাতত সেপ্টেম্বর এবং অক্টোবরে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

advertisement

অ্যাসিস্ট্যান্ট- ৫০টি পদ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৩০টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LIC Housing Finance Limited)

পদের নাম অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা ৮০
কাজের স্থান ভারত
কাজের ধরন বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ২৫.০৮.২০২২

advertisement

LIC HFL Recruitment 2022: আবেদন ফি

অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের ৮০০ টাকা করে আবেদন ফি দিতে হবে।

LIC HFL Recruitment 2022: আবেদন পদ্ধতি

সবার প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে lichousing.com যেতে হবে।

হোমপেজে ‘কেরিয়ার’ ট্যাবে ক্লিক করতে হবে।

এরপর অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

advertisement

নাম রেজিস্ট্রেশন করতে হবে।

প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে।

আবেদন ফি প্রদান করে আবেদনপত্রটি জমা দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
LIC HFL recruitment 2022: LIC -তে কাজ করতে চান? নেওয়া হচ্ছে প্রচুর লোক, জেনে নিন কীভাবে আবেদন করবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল