বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— আবেদন করার আগে প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগ নোটিফিকেশন ভালভাবে পড়ে নিজের যোগ্যতা নির্দিষ্টভাবে মিলিয়ে নিতে হবে। তারপরই পোর্টালে সঠিক পদ ও সঠিক যোগ্যতা নির্বাচন করতে হবে।
আরও পড়ুনঃ কলকাতা থেকে মাত্র ১৩৬ কিমি, চাঁদনী জলটুঙ্গির আলোময় সন্ধ্যা মুগ্ধ করবে মন
advertisement
সিবিএসই স্পষ্টভাবে জানিয়েছে, যোগ্যতার ক্ষেত্রে কোনও রিলাক্সেশন বা ভিন্ন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নোটিফিকেশনে যে যোগ্যতা উল্লেখ রয়েছে, সেটিই চূড়ান্ত।
ফি পেমেন্ট সংক্রান্ত সমস্যা ও সমাধান
অনেকে ফি পেমেন্ট আপডেট না হওয়া বা ট্রানজাকশন ফেল হওয়ার অভিযোগ জানিয়েছেন। এ ক্ষেত্রে বোর্ড জানায়:
পোর্টালে ফি আপডেট না হলে প্রার্থীকে আবার পেমেন্ট করতে হবে
আগের ব্যর্থ ট্রানজাকশনের অর্থ ৭ দিনের মধ্যে অটোমেটিক রিফান্ড করা হবে
স্কিল টেস্ট ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বিষয়ে অতিরিক্ত তথ্যও প্রকাশ করেছে CBSE
📝 KVS & NVS Recruitment 2025: কীভাবে আবেদন করবেন
Step 1: CBSE, KVS বা NVS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
Step 2: ‘KVS & NVS Recruitment 2025’ লিঙ্কে ক্লিক করুন
Step 3: রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন
Step 4: ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করুন
Step 5: ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট কপি সংরক্ষণ করুন
বোর্ড জানিয়েছে, কিছু প্রার্থী যোগ্যতায় ব্যাখ্যা বা ছাড় চান। এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে— যোগ্যতায় কোনও পরিবর্তন বা ব্যতিক্রম মঞ্জুর নয়।
আবেদন সময়সীমা ও মোট পদ
কেভিএস ও এনভিএস-এ শিক্ষক ও নন-টিচিং পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১৪ নভেম্বর ২০২৫ থেকে। আবেদন গ্রহণের শেষ দিন ৪ ডিসেম্বর ২০২৫।
মোট ১৪,৯৬৭টি শূন্যপদ পূরণ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। ইতিমধ্যে ১১ লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।
