একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে ভর্তি। আর তাতেই বাজিমাত। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান কৌশিক। তবে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো করতে ভালবাসেন কৌশিক। তবে মা সব থেকে বেশি সহযোগিতা করেছেন বলে জানা যায়। কৌশিক কথায়, “আশা ছিল, এক থেকে দশের মধ্যেই থাকবে রেজাল্ট।”
advertisement
বহরমপুর গোয়ালজান রিফিউজি হাইস্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি হন কৌশিক। আগে দশম শ্রেণি পর্যন্ত বহরমপুরের জিটিআই স্কুলে পাঠরত ছিলেন। মাধ্যমিকে ৫৫০ নম্বর পেয়ে প্রথমে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি। মাধ্যমিক পরীক্ষাতে মেধা তালিকায় না এলেও পড়াশুনোর প্রতি আগ্রহ তৈরি করেই দিনরাত পরিশ্রম। আর তার পরেই বাজিমাত।
রাজ্যের মেধা তালিকায় একমাত্র মুর্শিদাবাদ জেলার অষ্টম স্হান অধিকার করেন কৌশিক। তবে সব সময়ই পাশে থাকতেন তাঁর মা। মলিনার কথায়, “কৌশিক খেলাধুলা করতে ভালবাসে, তবে যখন মন চাইত তখনই পড়াশোনা করত।” কৌশিকের এই রেজাল্টে বেশ খুশি প্রকাশ করেছেন জেলাবাসীরা।
কৌশিক অধিকারী





