TRENDING:

তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড

Last Updated:

কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় দাঁইহাট গার্লস হাই স্কুলে নকলের অভিযোগে সুতপা হালদার ও জাকির মণ্ডল গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে এক মহিলা পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার দাঁইহাট গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। ধৃত পরীক্ষার্থীর নাম সুতপা হালদার।
Representative Image তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
Representative Image তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন না সুতপা হালদার। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরেই পৃথকভাবে দেহ তল্লাশি করা হয়। সেই সময় তাঁর পায়ের মোজার ভিতর থেকে উত্তর লেখা দু’টি কাগজ উদ্ধার করে পুলিশ।

‘ওরা তাকে ছিঁড়ে খায়…’! বাংলাদেশে দীপু দাসকে হত্যার আগে শেষ মুহূর্তের ভয়াবহ ভিডিও প্রকাশ্যে!

advertisement

‘সাপের কামড়ের থেকেও বেশি বিপজ্জনক’? চা–প্রেমীদের জন্য চমকে দেওয়া সতর্কতা! কী ভাবে এড়াবেন ‘বিষাক্ত’ চা?

পুলিশি জেরায় সুতপা হালদার জানান, ওই উত্তর লেখা কাগজ তিনি পেয়েছিলেন কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা অপর এক পরীক্ষার্থী জাকির মণ্ডলের কাছ থেকে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশ মুলটি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেফতার করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আনারকলি থেকে ইলিশ বিখ্যাত সব বিরিয়ানি এখন মালদহে, র‌ইল ঠিকানা!
আরও দেখুন

সোমবার ধৃত দু’জনকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। এর মধ্যে জাকির মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল