পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন না সুতপা হালদার। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরেই পৃথকভাবে দেহ তল্লাশি করা হয়। সেই সময় তাঁর পায়ের মোজার ভিতর থেকে উত্তর লেখা দু’টি কাগজ উদ্ধার করে পুলিশ।
‘ওরা তাকে ছিঁড়ে খায়…’! বাংলাদেশে দীপু দাসকে হত্যার আগে শেষ মুহূর্তের ভয়াবহ ভিডিও প্রকাশ্যে!
advertisement
পুলিশি জেরায় সুতপা হালদার জানান, ওই উত্তর লেখা কাগজ তিনি পেয়েছিলেন কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা অপর এক পরীক্ষার্থী জাকির মণ্ডলের কাছ থেকে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশ মুলটি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেফতার করে।
সোমবার ধৃত দু’জনকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। এর মধ্যে জাকির মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
