আরও পড়ুন : অতিমারি পরিস্থিতিতেও চমক ! দুর্দান্ত প্লেসমেন্ট বিড়লা গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে
এবার এক নজরে দেখে নেওয়া যাক কেন কলকাতা সাম্প্রতিক সময়ে দেশের বহু নামজাদা শহরকে টেক্কা দিয়েছে কাজের বাজারে। জানা গিয়েছে, গত তিন মাসে অর্থাৎ সেপ্টেম্বর-২০২১ থেকে ডিসেম্বর-২০২১ এই তিন মাসের ব্যবধানে কলকাতায় বেসরকারি সংস্থায় কাজ পেয়েছেন কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী। সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান বলছে গত তিন মাসে প্রায় ২৫ লক্ষ চাকরি প্রার্থী তাঁদের ইন্টারভিউ দিয়েছেন কলকাতার বেসরকারি কোম্পানিগুলিতে। শুধুমাত্র ইন্টারভিউ নয়, এই ২৫ লক্ষ চাকরিপ্রার্থীদের মধ্যে অধিকাংশ বেকার যুবক-যুবতীরাই যুক্ত হয়েছেন একাধিক বেসরকারি সংস্থায়।
advertisement
সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, গত বছর জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় চাকরির বাজারে শূন্য পদের সংখ্যা প্রায় ১০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গোটা উত্তর-পূর্ব ভারতের মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য আদর্শ হয়ে উঠেছে তিলোত্তমা (Kolkata Job) । কোথাও টেলিকলার কিংবা বিপিও, ডেলিভারি পার্সন, ব্যাক অফিস, সেলস (ফিল্ডওয়ার্ক), আবার কোথাও অ্যাকাউন্টস, রিটেইল, মার্কেটিং, কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর, লজিস্টিকস, অপারেশনস, হিউম্যান রিসোর্স-এর মতো কাজে নিজেদের নিযুক্ত করেছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : অবশেষে বাজল স্কুলের ঘণ্টা! কোভিড বিধি মেনেই খুলল স্কুল, উচ্ছ্বাস শিক্ষার্থীদের...
গত তিন মাসেই এই ধরনের চাকরির (Career And Job) বাজরে চাহিদা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বেকার যুবক-যুবতীরা তাঁদের পছন্দের চাকরির খোঁজ পেয়েছেন আপনা.কো অ্যাপ-এ নাম লিখিয়ে। তবে ওই সব চাকরি প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক বেকার যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাশ বলেই জানা গিয়েছে। চাকরির খোঁজ (Kolkata Job) দেওয়া ওই সংস্থাটি অর্থাৎ আপনা.কো-এর তরফ থেকে একটি লক্ষ্য নেওয়া হয়েছে- চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ ও অর্থনৈতিক পরিকাঠামোর সাপেক্ষে তাঁদের কাজে নিযুক্ত করা। এ বিষয়ে আপনা.কো-এর আধিকারিক মানস সিং জানিয়েছেন, "ইতিমধ্যেই কলকাতাতে (Career And Job) প্রায় এক চতুর্থাংশ চাকরির সুযোগ বৃদ্ধি হয়েছে। আগামীদিনে আরও বেশি মাত্রায় চাকরি প্রার্থীদের কাজের সুযোগ করিয়ে দিয়ে কলকাতাকে দেশের বৃহত্তম কর্মসংস্থানের হিসাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য"।