আরও পড়ুনঃ সহজ কিছু নিয়ম, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় মিলবে পুরো নম্বর
তিনি জানান, “ইংরেজি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নির্ভর করছে “রাইটিং সেকশনের” উপর। এছাড়াও “আনসিন প্যাসেজ” থেকে যে ৮ নম্বরের ভোকাবুলারি থাকে তা যথেষ্ট ভীতির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান করতে গেলে প্রথমত যে চারটি শব্দ বাছাই করতে বলা হয়েছে সেগুলি পড়ে নিয়ে আনসিন প্যাসেজটি মন দিয়ে পড়তে হবে। প্রয়োজন পড়লে কঠিন নজর কাড়াশব্দগুলি আনসিন প্যাসেজ থেকে আলাদা করতে হবে। তাহলেই খুব সহজেই চারটি কাঙ্খিত শব্দ খুঁজে পাওয়া সম্ভব।”
advertisement
এরপর একটি বড় অংশের নম্বর থাকে “রাইটিং সেকশনে”। করকরে ৩০ নম্বর! এ গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখলে কোনও মতেই হবে না মূল্যবান নম্বর হাতছাড়া। ইংরেজির অভিজ্ঞ শিক্ষক রক্তিম মুখার্জী জানান , “নির্দিষ্ট রাইটিং এ যে যে পয়েন্ট প্রশ্নের উল্লেখ করা থাকবে সেই পয়েন্টগুলির একটিও ছেড়ে আসা যাবেনা। প্রত্যেকটি পয়েন্টেই নম্বর থাকে। নিজের মতদু একটা বাক্য লেখা যেতেই পারে কিন্তু প্রশ্নে থাকা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকাই বঞ্ছিত।\” এছাড়াও রিপোর্ট রাইটিং এর উপর জোর দিতে বলেন শিক্ষক।
জানুয়ারি মাস শেষ। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণেই প্রস্তুতি এখন তুঙ্গে। আশা করা যায়এই প্রতিবেদনের মাধ্যমে কিছুটা হলেও ছাত্র-ছাত্রীদের শেষ মুহূর্তের প্রস্তুতি শক্তিশালী হবে।
নীলাঞ্জন ব্যানার্জী