পদ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, সশস্ত্র সীমা বলের অধীনে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, সশস্ত্র সীমা বল বা SSB-র অফিসিয়াল ওয়েবসাইটে ssbrectt.gov.in গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ১১৫টি রয়েছে বলে জানানো হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, ১১৫টি পদের জন্য বিজ্ঞপ্তিতে আপাতত অস্থায়ীভাবে নিয়োগের কথা বলা হলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। এমপ্লয়মেন্ট নিউজ পেপারের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ দিনের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২৪ জুলাই, ২০২১ তারিখে।
সশস্ত্র সীমা বলের অধীনে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা:
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৫ বয়সী হতে হবে।
সশস্ত্র সীমা বলের অধীনে হেড কনস্টেবল পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সরকার দ্বারা স্বীকৃতি কোনও বোর্ড বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত দ্বাদশ শ্রেণি বা সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (১০+২) থাকতে হবে।
আবেদন ফি:
UR, OBC, এবং EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। SC, ST, এক্স-সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রথমে সশস্ত্র সীমা বল বা SSB-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
হোমপেজের ‘Apply’ লেখা অপশনে ক্লিক করতে হবে।
এর পর প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করাতে হবে এবং সমস্ত ডিটেলস্ পূরণ করতে হবে।
পরবর্তী ধাপে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সিগনেচার আপলোড করতে হবে।
সমস্ত তথ্য আপলোডের পর প্রার্থীদের অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।