Kendriya Vidyalaya, IIT Bhubaneswar Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বিশেষ ভাবে সক্ষমদের জন্য চাকরির ব্যবস্থা করছে বর্ধমানের স্কুল, জানুন
Kendriya Vidyalaya, IIT Bhubaneswar Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ
প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। আগামী ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
Kendriya Vidyalaya, IIT Bhubaneswar Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
টিজিটি (ম্যাথমেটিক্স), টিজিটি (সায়েন্স), টিজিটি (এসএসটি), টিজিটি (হিন্দি), টিজিটি (ইংরেজি), টিজিটি (সংস্কৃত), কম্পিউটার ইন্সট্রাক্টর, যোগ ইন্সট্রাক্টর, আরএলটি (ওড়িয়া), স্পেশাল এডুকেটর, নার্স- ১টি পদ
পিআরটি- ৬টি পদ
কোচ (ডান্স/স্পোর্টস/আর্টস এবং ক্রাফটস)- প্রয়োজন ভিত্তিক
ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন বা অবসর গ্রহণ, দীর্ঘকালীন ছুটি নেওয়া ইত্যাদির কারণে শূন্যপদের সংখ্যা বাড়তে বা কমতে পারে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, আবেদনের শেষ দিন ২১
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কেন্দ্রীয় বিদ্যালয়, আইআইটি ভুবনেশ্বর (Kendriya Vidyalaya, IIT Bhubaneswar) |
পদের নাম | শিক্ষক |
আবেদন পদ্ধতি | অনলাইন |
কাজের স্থান | ভুবনেশ্বর |
কাজের ধরন | চুক্তিভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা এবং বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ১৮.০৭.২০২২ |
Kendriya Vidyalaya, IIT Bhubaneswar Recruitment 2022: আবেদনের যোগ্যতা
উপরের যে কোনও পদে প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।
এক সপ্তাহের মধ্যে কাজের দক্ষতা ও প্রয়োজনের ভিত্তিতে ডান্স কোচ/আর্ট অ্যান্ড ক্রাফট কোচের বেতন নির্ধারণ করা হবে।
সাধারণত প্রার্থীদের ২১,২৫০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।
নিয়মিত শিক্ষকপদে যোগদান না করা পর্যন্ত বা একাডেমিক সেশন শেষ না হওয়া পর্যন্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা নিযুক্ত থাকবেন।
অবকাশকালীন প্রার্থীদের কোনও বেতন দেওয়া হবে না। ছুটির সময় অনুপাতের ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
একাধিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের পৃথক আবেদনপত্রে আবেদন করতে হবে।