East Bardhaman News: বিশেষ ভাবে সক্ষমদের জন্য চাকরির ব্যবস্থা করছে বর্ধমানের স্কুল, জানুন 

Last Updated:

বিশেষ ভাবে সক্ষম যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করছে বর্ধমানের একটি মূক-বধির বিদ্যালয় কর্তৃপক্ষ। (East Bardhaman News)

East Bardhaman News
East Bardhaman News
#পূর্ব বর্ধমান: বিশেষ ভাবে সক্ষম যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করছে বর্ধমানের ডা: শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক-বধির বিদ্যালয় কর্তৃপক্ষ। ডা: শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক-বধির বিদ্যালয়ের উদ্যোগে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিশেষ ভাবে সক্ষমদের প্রশিক্ষণ দিচ্ছেন তাঁরা। উচ্চমাধ্যমিক স্তরের যুবক যুবতীদের দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ। তাঁদের প্রশিক্ষণ শেষে প্লেসমেন্টও দেওয়া হচ্ছে।
এ নিয়ে ইতিমধ্যেই একটি শিবিরও করা হয়েছে। আগে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য হয়েছিল চাকরির ব্যবস্থা। আর এবার শিবির হল অর্থোপেডিক ও ইন্টেলেকচুয়াল বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডা: শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক-বধির বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল স্তুতি দেবী-সহ অন্যরা। এদিনের শিবিরে ১৮ থাকে ৩৩ বছর বয়সী ১০০ জন চাকরী প্রার্থীদের আবেদন পত্র জমা নেওয়া হয়।
advertisement
advertisement
আইটি সেক্টর, বি.পি.ও , টেলিকলিং সেক্টরের জন্য বাছাই করা হচ্ছে বিশেষভাবে সক্ষম এই যুবক যুবতীদের। এছাড়াও শপিং মলেও প্লেসমেন্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ন'টির অধিক কোম্পানি আছে যারা এই বিশেষভাবে সক্ষমদের কর্মী হিসেবে নিযুক্ত করে থাকে।
advertisement
প্রথমে স্কিল ডেভেলপমেন্ট এর ট্রেনিং হওয়ায় পর। সকলের বায়োডাটা নেওয়া হয় কে কি পাস করেছে, কার কিসে দক্ষতা বেশি সমস্ত কিছু দেখার পর প্লেসমেন্ট দেওয়া হয়।
কারা চাকরির জন্য ফর্ম ফিলাপ করতে পারবেন:
advertisement
নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করেই বিশেষভাবে সক্ষমরা চাকরির প্লেসমেন্ট পাবেন। এর পর যার যে রকম যোগ্যতা, সেই অনুযায়ী চাকরি পাবেন।
স্তুতি দেবী বলেন, 'এই ভাবে এর আগে এখানকার ২৪ জন যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ট্রেনিং চলছে । ট্রেনিং সম্পূর্ণ হলে তাঁদের প্লেসমেন্ট হয়ে যাবে। বর্ধমান শহর ক্রমবর্ধমান। বিভিন্ন কলকারখানা রয়েছে এখানে। রাইস মিল থেকে শুরু করে অন্যান্য সেক্টরের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের এখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করে সমাজ সংস্কারের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন যুবক যুবতীদের সহায়তা করুন।'
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বিশেষ ভাবে সক্ষমদের জন্য চাকরির ব্যবস্থা করছে বর্ধমানের স্কুল, জানুন 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement