যদিও অভিভাবকদের কাছ থেকে জোর করে এই টাকা আদায় করা যাবে না-ও বলা হয়েছে নির্দেশে। সরকারের এই নির্দেশের পরই অভিভাবকমহল ও বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছেন। স্কুলের উন্নতিসাধনে এভাবে পড়ুয়াদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার এই ভাবনা একেবারেই অন্যায্য বলে সুর চড়িয়েছেন তাঁরা।
আরও পড়ুন: নেই পার্থ চট্টোপাধ্যায়, বেহালার বিজয়া সম্মিলনীতে অন্য চমক! অবাক এলাকাবাসীও
advertisement
সরকারের দাবি, স্কুলের ছোটখাট কোনও প্রয়োজন এবং অতিথি শিক্ষক-শিক্ষিকাদের বেতনের কাজেই এই টাকা ব্যবহার করা হবে। পানীয় জল, শৌচালয় পরিষ্কারের মতো নানা কাজে এই টাকা ব্যবহার করা হবে। মাই স্কুল, মাই কন্ট্রিবিউশন প্রকল্পের মাধ্যমে এই ডোনেশন নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে সরকার।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় অবস্থান করছে সিত্রাং? সকাল থেকে কলকাতার আকাশে মেঘ
সরকারি স্কুলে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা উচিত। এই দাবি তুলে কর্নাটকের বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। বিরোধী নেতা সিদ্দারামাইয়া ট্যুইটে আক্রমণ করে লিখেছেন, 'কর্নাটকের সরকার এবার গরিব পড়ুয়াদের টার্গেট করেছে লুঠ করার জন্য।'