নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর শিট নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে। ওএমআর শিট বিকৃত ঘটনা ঘটেছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির। তার জেরেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোনও ঝুঁকি নিতে রাজি নয়। এবার তাই ওএমআর শিটে একাধিক নতুন প্রযুক্তি ব্যবহার করছে বোর্ড।বোর্ড সূত্রে খবর, ওএমআর শিট টেম্পারিং-এর মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্য এই সিদ্ধান্ত বোর্ডের।
advertisement
আরও পড়ুন: পরীক্ষা স্পেশ্যাল: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
বোর্ড সূত্রে খবর, প্রায় ১ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্যজুড়ে মোট ৩০০টি-রও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নিরাপত্তার জন্য এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেট নেওয়ার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাজ্যজুড়ে মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিল। এবার সেই পথেই হেঁটেই জয়েন্ট বোর্ড ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকার পরীক্ষার দিন রাজ্যজুড়ে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চায়।
মূলত যাতে পরীক্ষার্থীদের সঙ্গে কোনও ইলেকট্রনিক ডিভাইস বা কোনও কিছু না নিয়ে ঢুকতে পারে তাঁর জন্য এই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বোর্ড। পাশাপাশি, ফ্রিকুয়েন্সি ডিটেক্টরও রাখা থাকবে বোর্ডের তরফে। প্রত্যেকবার এই ফ্রিকোয়েন্সি ডিটেক্টর রাখা থাকে বোর্ডের তরফে। মূলত যাতে নিশ্চিদ্রভাবে এই পরীক্ষা নেওয়া যায় তার জন্যই বোর্ডের তরফে কয়েক দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি বোর্ডের আধিকারিকদের।
আরও পড়ুন: রাজভবনে মোদির শততম 'মন কি বাত' নিয়ে বিরাট আয়োজন, রাজ্যপালের সঙ্গী বিশেষ ব্যক্তিরা
তবে ওএমআর শিট-এ নতুন প্রযুক্তি কী ধরনের ব্যবহার করা হচ্ছে তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে যে ওএমআর শিটগুলিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেখানে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে সেই ওএমআর শিট নকল করা সম্ভব না হয়। প্রসঙ্গত জয়েন্ট বোর্ড প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র দেন। অর্থাৎ এখানে আগেভাগে প্রশ্নপত্র খোলার সম্ভাবনা থাকে না। পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। প্রশ্নপত্রের কপি ও পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর শিট নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় এবার আরও সতর্ক বোর্ড।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়