গত ১০ বছরে সবচেয়ে বেশি লাভবান Infosys-
সব চেয়ে বড় সংস্থা Tata Consultancy Services, সংক্ষেপে TCS-এর জুন ত্রৈমাসিকে ৯ হাজার কোটি টাকা লাভ হয়েছে। বৃহস্পতিবার Wipro-র তরফেও প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট দেওয়া হয়েছে। লভ্যাংশের পরিমাণ ৩ হাজার ২৪৩ কোটি টাকা। বিগত বছরের এই একই ত্রৈমাসিকে লভ্যাংশের পরিমাণ ২ হাজার ৩৯০ কোটি টাকা। একই ভাবে গত ১০ বছরে প্রথম ত্রৈমাসিকে সব চেয়ে বেশি লাভের মুখ দেখেছে Infosys। যার পরিমাণ ৫ হাজার ১৯৫ কোটি টাকা। Infosys-এর CEO তথা MD সলিল পারেখ জানান, গত এক দশকে বর্তমান ত্রৈমাসিকেই সব চেয়ে বেশি বৃদ্ধি তথা লাভ হয়েছে। ত্রৈমাসিক প্রকাশ করার পাশাপাশি Wipro-র তরফে জানানো হয়, জুন ত্রৈমাসিকে সংস্থার আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ২৫৩ কোটি টাকা হয়েছে। এক বছর আগেই যার পরিমাণ ছিল ১৪ হাজার ৯১৩ কোটি টাকা। এর পাশাপাশি IT সার্ভিস থেকে আয়ের পরিমাণ ১৮ হাজার ৪৮ কোটি টাকা। জুন ত্রৈমাসিকে সংস্থার পোর্টফোলিওতে ১২৯ জন নতুন গ্রাহক সংযুক্ত হয়েছে। সেই সূত্র ধরেই সংস্থার বার্তা, জুলাই- সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রায় ৬০০০ IT প্রফেশনালকে চাকরি দেওয়া হবে। এক্ষেত্রে চলতি অর্থবর্ষে মোট ৩০ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়া হবে।
advertisement
ওয়ার্ক ফ্রম হোম কালচারের সূত্র ধরেই বড় সড় চুক্তিতে শামিল হয়েছে সংস্থাগুলি-
করোনা কালে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন এডুকেশনের হাত ধরে দ্রুত গতিতে ব্যবসা বৃদ্ধি পেয়েছে IT সংস্থাগুলির। সেই সূত্রে বড় সড় ব্যবসায়িক চুক্তিতেও সামিল হতে পেরেছে তারা। তথ্য অনুযায়ী, জুন ত্রৈমাসিকে Infosys ১৯ হাজার ৩৮১ কোটি টাকা ও TCS ৬০ হাজার ৩৮১ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি ৫ হাজার ৩২৫ কোটি টাকার ৮টি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে Wipro।
Reliance Securities-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সুযোগ কুলকার্নির মতে, আগামী দিনে IT সেক্টরগুলিতে ক্লাউড, ডেটা অ্যানালিসিস, কাস্টমার এক্সপেরিয়েন্স-সহ একাধিক ক্ষেত্রে বিকাশ ঘটবে। পাশাপাশি ইউরোপে সংস্থাগুলির আউটসোর্সিংও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও জানান, আগামী ২ বছর পর্যন্ত IT ক্ষেত্রের এই সব বড় সংস্থাগুলির শেয়ারও কেনা যেতে পারে। TCS-র শেয়ারের ক্ষেত্রে ৪ হাজার ১৮০ টাকা পর্যন্ত শেয়ার কেনা যেতে পারে। যা গতকাল বাজার বন্ধ হওয়ার জেরে ৩২০১.৫০ টাকায় থেমেছে। একইভাবে Infosys-র শেয়ারের ক্ষেত্রে ১ হাজার ৯২০ টাকা পর্যন্ত শেয়ার কেনা যেতে পারে।