শূন্যপদের বিবরণ:
মোট ৭৪টি পদে নিয়োগ করবে WII। যার মধ্যে-
১. সিনিয়র বায়োলজিস্ট পদে রয়েছে ৫টি শূন্যপদ। ২. রিসার্চ বায়োলজিস্ট (ফিল্ড কমপোনেন্ট) পদে রয়েছে ৪৮টি শূন্যপদ। ৩. রিসার্চ বায়োলজিস্ট (জেনেটিক্স কমপোনেন্ট) পদে রয়েছে ৫টি শূন্যপদ। ৪. রিসার্চ বায়োলজিস্ট (GIS কমপোনেন্ট) পদে রয়েছে ৩টি শূন্যপদ। ৫. অফিস অ্যাসিসট্যান্ট পদে রয়েছে ২টি শূন্যপদ। ৬. প্রজেক্ট ফেলো পদে রয়েছে ১০টি শূন্যপদ। ৭. ডেটাবেস ম্যানেজার পদে রয়েছে ১টি শূন্যপদ।
advertisement
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাচ্ছে WII-এর অফিশিয়াল ওয়েবসাইটে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
নিয়োগের প্রক্রিয়া:
অগাস্ট ২৯, ২০২১-এ সকাল ১০.৩০ -তে প্রার্থীদের রেজিস্টার করা ইমেল আইডিতে একটি করে মেল যাবে। যাতে ৬টা রচনাভিত্তিক টপিক থাকবে। এর মধ্যে থেকে প্রার্থীদের যে কোনও একটি টপিক বেছে নিয়ে লেখা শুরু করতে হবে। ৩০০ শব্দের মধ্যে লেখা যাবে। লেখাটি সকাল ১১.৩৫ -এর মধ্যে ওই দিনই সাবমিট করতে হবে। ১১.৩৫-এর পর কোনও মেল গেলে তা বাতিল হবে। ওই সময়ের মধ্যে মেল করা হলে তবেই তাকে ভ্যালিড বলে গণ্য করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
১. প্রথমেই WII-র অফিশিয়াল ওয়েবসাইট https://wii.gov.in/-এ যেতে হবে।
২. হোমপেজ খুলবে, সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে।
৩. Contractual Engagement of 74 Project Personnel for various Projects বলে একটি লিঙ্ক পাওয়া যাবে। তাতে ক্লিক করতে হবে।
৪. অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক আসবে, সেখানে ক্লিক করতে হবে।
৫. এবার প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৬. ছবি আপলোড করতে হবে।
৭. সব হয়ে গেলে কোন পদে আবেদন করতে ইচ্ছুক সেটি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।