স্কুল শিক্ষা দফতর (school service commission) সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে মোট ১০ হাজার ৫০০ শূন্যপদে (Vacancy) শিক্ষক নেওয়া হবে। ২০১৪ সালের টেট পরীক্ষায় (TET) উত্তীর্ণ ৩১ হাজার ৫০০ জনের মধ্যে থেকে ১০ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে।সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি জারি করা হবে। তবে করোনা (Coronavirus) পরিস্থিতিতে অনলাইন না অফলাইন কোন পদ্ধতিতে কাউন্সেলিং হবে তা স্পষ্ট জানা যায়নি।
advertisement
২৯ জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন পুজোর আগেই প্রাথমিকের টেট-এর ফলপ্রকাশ করা হবে। তিনি বলেন, 'চলতি বছরের ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল। তার ফলপ্রকাশ পুজোর আগেই করে দেওয়া হবে।' প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই টেট দিয়েছিলেন। তবে এ বার প্রাথমিকের টেটের ফলপ্রকাশ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলপ্রকাশের আগেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে।
প্রসঙ্গত, রাজ্যে নির্বাচনের আগেই ৫৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। তার পর নির্বাচনী বিধি জারি হওয়ায় ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে যায়। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। তার মধ্যে ৫১৪৬ জন চাকরিতে যোগ দিয়েছেেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়