আগ্রহী প্রার্থীদের শীঘ্রই অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটvssc.gov.in/VSSC/-তে প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নিতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে টেকনেশিয়ান পদের চাকরিতে যোগদানের থেকে এক বছর পর্যন্ত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং-এর সময়ে প্রার্থীরা মাসিক ৮০০০ টাকা বৃত্তি পাবেন বলেও জানানো হয়েছে।
advertisement
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ১৫৮ টি অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান পদের মধ্যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (Automobile Engg)-এ ৮টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engg)-এ ২৫ টি, সিভিল ইঞ্জিনিয়ারি (Civil Engg)-এ ৮টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (Computer Sci/Engg)-এ ১৫টি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engg)-এ ১০টি, ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (Electronics Engg)-এ ৪০টি, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি (Instrument Technology)-এ ৬টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engg)-এ ৪৬টি শূণ্যপদ রয়েছে।
বয়সসীমাঃ
৪ অগাস্ট পর্যন্ত ৩০ বছর বয়সী প্রার্থীরা বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের প্রথমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটেhttps://www.vssc.gov.in/-তেযেতে হবে। এরপর ওই ওয়েবসাইটটির হোমপেজের recruitment বিভাগে গিয়ে নোটিফিকেশন নম্বর VSSC TA2021-তে ক্লিক করতে হবে, যেখানে প্রার্থীরা একটি নতুন পেজ দেখতে পাবেন। এই পেজেই প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে সংশ্লিষ্ট চাকরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। একইসঙ্গে প্রার্থীর ফটো এবং স্বাক্ষরও আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে নিজেদের সুবিধার জন্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রার্থীদের আবেদনপত্রের একটি হার্ডকপি রেখে দিতে হবে।