PSSSB Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
PSSSB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৩৫টি পদে জব ভ্যাকেন্সি (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন - Howrah News: বিন্দু, বিন্দুতেই হয় সিন্ধু, পাঁচ বছর আগে একজন মহিলা ফুটবলার নিয়ে শুরু, এখন পুরো দল তৈরি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Punjab Subordinate Services Selection Board)
পদের নাম | ক্লার্ক, আইটি এবং অ্যাকাউন্ট ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা | ৭৩৫ |
কাজের স্থান | পঞ্জাব |
কাজের ধরণ | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৮.০৮.২০২২ |
PSSSB Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ক্লার্ক পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
PSSSB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং একটি টাইপিং টেস্ট নেওয়া হবে। পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।
আরও পড়ুন -MS Dhoni Birthday || স্বামীর জন্মদিন বলে কথা, ধোনির কেক কাটার ভিডিও পোস্ট সাক্ষীর, ভাইরাল ভিডিও
PSSSB Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে sssb.punjab.gov.in যেতে হবে
- হোমপেজে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে
- একটি নতুন লগইন/রেজিস্ট্রেশন পেজ খুলবে
- লগ-ইন করে আবেদনপত্রটি যথাযথ ডকুমেন্ট সহ পূরণ করতে হবে
- স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে
- আবেদন ফি দিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্ট আউট করে নিতে হবে
PSSSB Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি- ১০০০ টাকা
SC/BC/EWS- ২৫০ টাকা
প্রাক্তন সেনা এবং ডিপেন্ডেন্টদের জন্য ২০০ টাকা
শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫০০ টাকা