Indian Coast Guard Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের জব ভ্যাকেন্সি (Job Vacancy) আগামী ২৮ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - Viral News: কেলেঙ্কারির একশেষ, মায়ের নগ্ন ভিডিও ভাইরাল করে দিল খোদ ছেলে!
Indian Coast Guard Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ (শুধুমাত্র পুরুষ প্রার্থী) রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান কোস্ট গার্ড (Bihar Public Service Commission)
পদের নাম | এনরোল ফলোয়ার / সাফাইওয়ালা |
শূন্যপদের সংখ্যা | ৮ হাজার |
কাজের স্থান | বিশাখাপত্তনম |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮.০৩.২০২২ |
Indian Coast Guard Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ এবং ITI বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন - IPL 2022: প্রথম একাদশে থাকতে পারেন কোন কোন ক্রিকেটার, CSK vs KKR ম্যাচে কি হতে চলেছে
Indian Coast Guard Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া কাম্য নয়।
OBC-র জন্য ৩ বছরের উচ্চ বয়সসীমায় ছাড়, SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়।
Indian Coast Guard Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্রফেশনাল স্কিল টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল/মে ২০২২ থেকে।
নিচে উল্লিখিত ঠিকানায় পরীক্ষা নেওয়া হবে:-
Coast Guard District Headquarters-6(AP), Post Box No. 1128, Malkapuram(PO), Visakhapatnam – 530 011 (পরীক্ষার তারিখে যে কোনও পরিবর্তন প্রার্থীদের সময়মতো অবহিত করা হবে)
Indian Coast Guard Recruitment 2022: আবেদন পদ্ধতি
আবেদনপত্র সাধারণ পোস্টে এই ঠিকানায় ‘‘The Recruitment Officer, Indian Coast Guard District Headquarters No.6, Post Box No. 1128, Malkapuram (PO), Visakhapatnam – 530 011’’ পাঠাতে হবে।
বিশদ নোটিশ লিঙ্ক- https://joinindiancoastguard.cdac.in/assets/notice/Rectt_of_EF-ADVERTISEMENT-ICGS-VISAKHAPATNAM.pdf.
ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এনরোল ফলোয়ার / সাফাইওয়ালা পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।