TRENDING:

West Medinipur News: খড়্গপুর IIT-তে চাকরির সুযোগ! দুর্দান্ত বেতনে, কী কাজ? শিক্ষাগত যোগ‍্যতা কী লাগবে? সব জেনে নিন

Last Updated:

মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন জানান। দক্ষতা থাকতে হবে ফাইন আর্টস বিষয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ফাইন আর্টসে দক্ষ? আপনার কি মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস অথবা এই জাতীয় কোনও বিষয়ে বি.টেক ডিগ্রি রয়েছে? অথবা মেকানিক্সে আপনার কী এমটেক করা রয়েছে? তবে আপনার জন্য খড়্গপুর আইআইটিতে রয়েছে গবেষণা সংক্রান্ত চাকরির সুযোগ। যেখানে ফোক আর্ট বা লোক সংস্কৃতির সঙ্গে টেকনোলজির দুরন্ত মেলবন্ধনের একটি বিশেষ প্রকল্পে থাকবে কাজের সুযোগ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আই.আই.টি খড়্গপুরের অ‍্যাকাডেমি অফ ক্লাসিকাল এন্ড ফাইন আর্টস বিভাগের তত্ত্বাবধানে বিশেষ এক প্রকল্পে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিয়োগ করা হবে। মোটা অঙ্কের বেতনে এই পদে কাজের জন্য এখনই আবেদন জানাতে পারেন।

আরও পড়ুন: উচ্চ মাধ‍্যমিকের রেজাল্টের আগেই রিভিউ-স্ক্রুটিনি নিয়ে বড় ঘোষণা সংসদের, নম্বর বাড়াতে প্রতি বিষয়ে কত টাকা লাগবে?

advertisement

ইতিমধ্যেই আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস অথবা এই জাতীয় কোনও বিষয়ে বি.টেক ডিগ্রী কিংবা মেকানিক্স এমটেক করা থাকলে এবং ইউজিসি নেটে উত্তীর্ণ হলেই আবেদন জানানো যাবে এই পদের জন্য।

View More

আইআইটি খড়্গপুরের গুরু ক্রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে Folk Art Meets Future Tech: Madhubani-Inspired Metamaterials(FFI) বিশেষ এই প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।

advertisement

ইতিমধ্যে একটিমাত্র পদের জন্য, অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ চলছে। জানা গিয়েছে, CAD এবং CAE ই সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে এবং ফাইন আর্টস বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, প্রতি মাসের সাম্মানে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

আরও পড়ুন: প্রেশার কুকারেই তৈরি গরম গরম রুটি! বাসি রুটি ফের গরম ৫ মিনিটে, নরম তুলতুলে রুটি বানাবার হ‍্যাক ভাইরাল

advertisement

আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেখে তার পাশে থাকা ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Medinipur News: খড়্গপুর IIT-তে চাকরির সুযোগ! দুর্দান্ত বেতনে, কী কাজ? শিক্ষাগত যোগ‍্যতা কী লাগবে? সব জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল