আই.আই.টি খড়্গপুরের অ্যাকাডেমি অফ ক্লাসিকাল এন্ড ফাইন আর্টস বিভাগের তত্ত্বাবধানে বিশেষ এক প্রকল্পে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিয়োগ করা হবে। মোটা অঙ্কের বেতনে এই পদে কাজের জন্য এখনই আবেদন জানাতে পারেন।
advertisement
ইতিমধ্যেই আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মেকানিক্যাল, সিভিল, অ্যারোস্পেস অথবা এই জাতীয় কোনও বিষয়ে বি.টেক ডিগ্রী কিংবা মেকানিক্স এমটেক করা থাকলে এবং ইউজিসি নেটে উত্তীর্ণ হলেই আবেদন জানানো যাবে এই পদের জন্য।
আইআইটি খড়্গপুরের গুরু ক্রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে Folk Art Meets Future Tech: Madhubani-Inspired Metamaterials(FFI) বিশেষ এই প্রকল্পে কাজের সুযোগ রয়েছে।
ইতিমধ্যে একটিমাত্র পদের জন্য, অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ চলছে। জানা গিয়েছে, CAD এবং CAE ই সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে এবং ফাইন আর্টস বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, প্রতি মাসের সাম্মানে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেখে তার পাশে থাকা ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ






