সীমিত সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট লেকচারার নিয়োগ করবে হিজলী কলেজ। ইতিমধ্যেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। উপযুক্ত যোগ্যতা থাকলে, এখনই আবেদন করুন এই অধ্যাপনা করার জন্য।
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন খড়গপুর সংলগ্ন হিজলী কলেজে একাধিক বিষয়ে গেস্ট লেকচারার অথবা অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অধ্যাপক নিয়োগ করবে কলেজ কর্তৃপক্ষ। মহাবিদ্যালয় তরফে জানান হয়েছে, বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, হিন্দি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক, ভূগোল, ইকোনোমি, বোটানি, জুলজি, নিউট্রিশন, কম্পিউটার সাইন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ই কমার্স কম্পিউটার সাইন্স বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আবেদনকারীর ইউজিসি নির্ধারিত যোগ্যতা থাকলে তবে আবেদন জানাতে পারবে। সেক্ষেত্রে আবেদনকারীকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নাম্বার এবং ইউজিসি নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কুড়িটি বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক নিয়োগ করা হবে।
আবেদনের জন্য প্রতিটি আবেদনকারীকে নির্দিষ্ট বায়োডাটা তৈরি করে অধ্যক্ষের কাছে সরাসরি অথবা বায়োডাটার সফট কপি মেইল মারফত আবেদন করা যাবে। আবেদনের জন্য, hijlicollegekgp@gmail.com / principalhijlicollege@gmail.com মারফত আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর শেষ তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৫। বিশদে জানতে হিজলী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।