ECIL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৫ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
ECIL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ট্রেডসম্যান বি (ট্রেড অনুযায়ী শূন্যপদ)
ইলেকট্রনিক মেকানিক/R&TV- ১১টি পদ
ফিটার- ১২টি পদ
ইলেকট্রিশিয়ান- ৩টি পদ
মেকানিক- ১০টি পদ
টার্নার- ৪টি পদ
আরও পড়ুন -Bold and Beautiful: সারা শরীরে অপূর্ব যৌবনের কুহক, চেনেন কি হট সুন্দরীদের, ক্রিকেটররা তো বুঁদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited)
পদের নাম | ট্রেডসম্যান বি |
শূন্যপদের সংখ্যা | ৪০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরণ | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৬.২০২২ |
ECIL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ম্যাট্রিকুলেশন/এসএসসি বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও তাঁদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ম্যানুফ্র্যাকচারিং প্রসেসে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুধুমাত্র উপরে উল্লিখিত ট্রেডের ক্ষেত্রেই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ডিরেক্টরেট জেনারেল অফ লেবার এবং এমপ্লয়মেন্টের ট্রেনিংয়ের ধাঁচে এই ট্রেনিংয়ের মধ্যে এনটিসি, মাল্টিটাস্কিং ট্রেনিং ইত্যাদি থাকতে হবে।
ECIL Recruitment 2022: বয়সসীমা
জমা দেওয়ার তারিখ অনুযায়ী ২৮ বছর পর্যন্ত।
ECIL Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্ট নেওয়া হবে।
ECIL Recruitment 2022: আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে http://careers.ecil.co.in বা www.ecil.co.in যেতে হবে
আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের একটি সিস্টেম জেনারেটেড নম্বর দেওয়া হবে যেটি ভবিষ্যতে প্রয়োজন হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন।
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক- https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=ecil-tradesman-recruitment-2022-notification.pdf
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ভ্যাকেন্সির ( Job Vacancy ) আবেদন করতে পারেন।