অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ৫০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগ হতে চলেছে।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে B.L. ডিগ্রি প্রাপ্ত হতে হবে। পাশাপাশি বার কাউন্সিলের সদস্য এবং ক্রিমিনাল কোর্টে সক্রিয় ভাবে কাজ করছেন পাঁচ বছরের কম সময় ধরে, এমন কেউই এই পদগুলিতে আবেদন করতে পারবেন।
advertisement
এছাড়াও প্রার্থীদের তামিল বলতে ও জানতে হবে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৪। কত তারিখ অনুযায়ী এই বয়স পরিমাপ করা হবে তার উল্লেখ নেই।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটারের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া
১. প্রিলিমিনারি টেস্টের মধ্য দিয়ে প্রার্থীদের বেছে নেওয়া হবে প্রথমে। যাঁরা বাছাই হবেন, তাঁরাই কেবলমাত্র মেইনস পরীক্ষা দিতে পারবেন।
২. এবার বাছাই করা প্রার্থীদের দিতে হবে মেইনস পরীক্ষা।
৩. মেইনসে পাশ করলে একটি ইন্টারভিউ হবে, তার পর নিয়োগ হবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, একজন প্রার্থীর মূল লিখিত পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁকে বেছে নেওয়া হবে। ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম দেখা হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে কি না তাও নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের প্রথম পরীক্ষাটি হবে ৬ নভেম্বর, ২০২১। এক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র সম্পর্কিত তথ্য বা অন্যান্য নেটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার দিন পরিবর্তন হলে তার তথ্যও এই ওয়েবসাইটটিতেই পাওয়া যাবে।
আবেদনের পূর্বে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়ার আবেদন জানানো হচ্ছে সকলকে। যোগ্যতা এবং বাকি তথ্যও দেখে নিতে বলা হচ্ছে। এসবের পাশাপাশি, আবেদনের সময়ে হাতের কাছে গুরুত্বপূর্ণ নথির তথ্য রেডি করে রাখতে হবে যাতে আবেদনের সময়ে কোনও রকম সমস্যা না হয়।