TRENDING:

Indian Army Recruitment 2021: NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে শুধু ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ, জানুন বিশদে!

Last Updated:

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in মারফত অনলাইনে আবেদন করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় সেনাবাহিনী (Indian Army) কিছু দিন আগেই বিপুল পরিমাণে নানা শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। এবারের বিজ্ঞপ্তি বিশেষ করে ন্যাশনাল ক্যাডেট কর্পস (National Cadet Corps), সংক্ষেপে NCC সদস্যদের জন্য। সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে (NCC Special Entry Scheme) শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in মারফত অনলাইনে আবেদন করতে পারবেন।
advertisement

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের লিঙ্গভিত্তিক যোগ্যতা:

মহিলা এবং পুরুষ উভয়েই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের শূন্যপদের বিবরণ:

পুরুষদের জন্য ৫০ এবং মহিলাদের জন্য ৫টি শূন্যপদ সংরক্ষিত করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা:

advertisement

আবেদনকারী প্রার্থীদের UGC স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে।

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের কাজের পূর্ব অভিজ্ঞতাগত যোগ্যতা:

NCC-র সিনিয়র ডিভিশন উইংসে আবেদনকারী প্রার্থীদের ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের আবেদনের ক্ষেত্রে যা খেয়াল রাখতে হবে:

advertisement

প্রার্থীরা এই দুই বিভাগের মধ্যে কেবল একটির জন্যই ইন্টারভিউতে বসতে পারবেন-

১. CDSE ক্যান্ডিডেট হিসেবে SSC (NT)-114 Course (Oct 2021)/SSC (NT) (মহিলা)-28 Course (Oct 2021)

২. NCC (Spl) Entry-50 Course (Oct 2021)

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে ১৬ জুন, ২০২১ তারিখ থেকে।

advertisement

আবেদন প্রক্রিয়া অনলাইনে শেষ হবে ২১ জুলাই, ২০২১ তারিখে; এর পরে আসা কোনও আবেদন গ্রাহ্য করা হবে না।

ভারতীয় সেনাবাহিনীর NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে নিয়োগের প্রার্থী নির্বাচন পদ্ধতি:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্ভিসেস সিলেকশন বোর্ড (Services Selection Board), সংক্ষেপে SSB দ্বারা মেধা এবং পূর্ব কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রস্তুত করে তাঁদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের পরের দুই ধাপের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যাঁরা প্রথম ধাপ উত্তীর্ণ হতে পারবেন, কেবল তাঁরাই দ্বিতীয় ধাপে যেতে পারবেন। প্রথম ধাপে উত্তীর্ণ না হলে প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Army Recruitment 2021: NCC স্পেশ্যাল এন্ট্রি স্কিমে শুধু ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ, জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল