TRENDING:

Jobs in IT Sector: ১ লক্ষ কলেজ স্নাতককে চাকরি! সুখবর শোনাল টিসিএস, উইপ্রো, ইনফোসিস

Last Updated:

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিন সংস্থা (Jobs in IT Sector)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: করোনা অতিমারির মধ্যে চাকরির বাজারে মন্দা৷ এরই মধ্যে সুখবর দিল ভারতের তিন বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা৷ চলতি অর্থবর্ষেই টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস এবং উইপ্রো সম্মিলিত ভাবে ১ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ করবে বলে খবর৷ মূলত কলেজ স্নাতক বা চাকরি ক্ষেত্রে নবাগত দেরই সুযোগ দেওয়া হবে বলে তিন সংস্থা সূত্রে খবর৷
advertisement

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিন সংস্থা৷ চলতি অর্থবর্ষের শুরুতে কর্মী নিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে পিছিয়ে ছিল এই সংস্থাগুলি৷ কিন্তু অর্থবর্ষের প্রথম তিন মাসের পর সেই ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ প্রথম তিন মাসেই তিন সংস্থা সম্মিলিত ভাবে ৪০ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে৷ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উইপ্রো ১২ হাজার নতুন নিয়োগ করেছে৷ ইনফোসিস ৮৩০০ এবং টিসিএস ২০ হাজার নতুন চাকরি দিয়েছে৷

advertisement

নিয়োগের ক্ষেত্রে তিন সংস্থার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে টিসিএস-ই৷ ২০২১-২২ আর্থিক বর্ষে ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে ৪০ হাজার নতুন কর্মী নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা৷ টিসিএস-এর গ্লোবাল হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান দাবি করেছেন, করোনা অতিমারির জন্য তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকেনি৷ গত বছরও ৩ লক্ষ ৬০ হাজার চাকরিপ্রার্থী ভার্চুয়াল এন্ট্রান্স টেস্টে অংশ নেয় বলে জানিয়েছেন টিসিএস-এর ওই শীর্ষ কর্তা৷

advertisement

ইনফোসিস-ও এই আর্থিক বর্ষে গোটা বিশ্বে ৩৫ হাজার কলেজ স্নাতককে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ মার্চ ত্রৈমাসিকের শেষে সংস্থার কর্মী সংখ্যা ছিল ২ লক্ষ ৫৯ হাজার৷ জুন মাসের শেষে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার৷

এপ্রিল- জুন ত্রৈমাসিকে উইপ্রো ১২ হাজার কর্মী নিয়োগ করেছে৷ চলতি অর্থবর্ষে আরও ৩০ হাজার নতুন চাকরির সুযোগ তৈরি হবে এই সংস্থায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বর্তমান বাজারের অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিষয়ে আশাবাদী৷ উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি কয়েকদিন আগেই সংস্থার শেয়ার হোল্ডারদের লেখা চিঠিতে দাবি করে, অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তথ্যপ্রযুক্তিই প্রধান ভূমিকা নিতে চলেছে৷ তিনি এমনও দাবি করেছিলেন, যেভাবে ডিজিটাল নির্ভরতা বাড়ছে, তাতে চাহিদার তুলনায় কর্মী জোগান পাওয়া যাবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Jobs in IT Sector: ১ লক্ষ কলেজ স্নাতককে চাকরি! সুখবর শোনাল টিসিএস, উইপ্রো, ইনফোসিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল