South Western Railway Recruitment: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। |
South Western Railway Recruitment: শূন্যপদের সংখ্যা | প্রতিষ্ঠানের তরফে মোট ৯০৪টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে । |
South Western Railway Recruitment: শূন্যপদের বিস্তারিত বিবরণ | হুবালি ডিভিশন: ২৩৭টি পদ ক্যারিয়েজ রিপেয়ার ওয়ার্কশপ, হুবালি: ২১৭টি পদ বেঙ্গালুরু ডিভিশন: ২৩০টি পদ মাইসুরু ডিভিশন: ১৭৭টি পদ সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু: ৪৩টি পদ |
South Western Railway Recruitment: বয়সসীমা | ০৩.১১.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে পদের নাম: অ্যাপ্রেন্টিস শূন্যপদের সংখ্যা: ৯০৪ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ০৪.১০.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ০৩.১১.২০২১ |
South Western Railway Recruitment: আবেদন ফি | আবেদন ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। |
South Western Railway Recruitment: কী ভাবে আবেদন করতে হবে? | স্টেপ-১ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.rrchubli.in গিয়ে নোটিফিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে। স্টেপ-২ এর পর নিউ রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। স্টেপ-৩ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত হলে ফর্ম পূরণের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। স্টেপ-৩ এর পর প্রার্থীদের আবেদনপত্রটি ভালো ভাবে দেখে নিয়ে ফি সহ আবেদনপত্র জমা করাতে হবে। স্টেপ-৪ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন। |
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ
Location :
First Published :
October 06, 2021 2:06 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
South Western Railway Recruitment: রেলের চাকরিতে ৯০৪ পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?