Sainik School Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
Sainik School Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
Sainik School Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
আর্ট মাস্টার: ১টি পদ
ওয়ার্ড বয়: ৫টি পদ
পার্ট টাইম মেডিক্যাল অফিসার: ১টি পদ
হর্স রাইডিং ইনস্ট্রাকটর: ১টি পদ
ব্যান্ড মাস্টার: ১টি পদ
লোয়ার ডিভিশন ক্লার্ক: ১টি পদ
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://sainikschoolbhubaneswar.org/wp-content/uploads/2021/10/Employment-News-Advertisement.png
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সৈনিক স্কুল, ভুবনেশ্বর
পদের নাম: আর্ট মাস্টার, ওয়ার্ড বয়, পার্ট টাইম মেডিক্যাল অফিসার, হর্স রাইডিং ইনস্ট্রাকটর, ব্যান্ড মাস্টার, লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: ১০
কাজের স্থান: ভুবনেশ্বর
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ দিন: বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে
Sainik School Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেক শর্টলিস্টেড প্রার্থীদের কললেটার পাঠানো হবে। সে ক্ষেত্রে স্পিড পোস্ট, রেজিস্টার করা পোস্ট বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হতে পারে। প্রার্থীদের কললেটার পাওয়ার জন্য আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ব-স্বাক্ষরিত ফটোকপি পাঠাতে হবে। ৯’X৪’ সাইজের এনভেলাপে আবেদনপত্রটি পাঠানো বাঞ্ছনীয়।
Sainik School Recruitment 2021: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদের জন্য ভালো কোনও স্কুলে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
Sainik School Recruitment 2021: বিশেষ ঘোষণা
নির্বাচিত প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ অগাস্ট, ২০২২ তারিখ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটিতে গিয়ে আবেদন করতে পারেন- https://sainikschoolbhubaneswar.org/careers/