শূন্যপদের বিবরণ:
মোট ৬৭২০টি শূন্যপদ রয়েছে ওড়িশা TGT নিয়োগে। যার মধ্যে-
১. TGT আর্টস-এ রয়েছে ৩১৩৬টি শূন্যপদ
২. TGT সায়েন্সে রয়েছে ১৮৪২টি শূন্যপদ
৩. TGT সায়েন্স (CBZ)-এ রয়েছে ১৭১৭ টি শূন্যপদ
৪. তেলুগু শিক্ষকের পদে রয়েছে ২৫টি শূন্যপদ
ওড়িশা TGT-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলে আজই আবেদন করুন...
যোগ্যতা:
প্রত্যেকটি আলাদা আলাদা পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আলাদা। যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, ওড়িশার অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে।
বয়সসীমা:
আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ২১ ও সর্বোচ্চ ৩২ হতে হবে। এক্ষেত্রে কত তারিখ অনুযায়ী বয়স ধরা হচ্ছে তা নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে।
শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া:
আবেদনের পর বাছাই করা প্রার্থীদের নিয়োগের আগে প্রথমেই একটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে।
যাঁরা ওড়িশা সেকেন্ডারি স্কুল টিচার এলিজিবিলিটি টেস্টে (OSSTET) আবেদন করেছেন ২০২১ সালে, তাঁরাও এই টেস্ট দিতে পারবে। তবে, এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রার্থীকে OSSTET-এর রেজাল্ট আপলোড করে দিতে হবে।
এই সংক্রান্ত বিষয়টি প্রকাশিত নোটিফিকেশন বা বিজ্ঞাপনের ৯ নং প্যারায় লেখা আছে। আবেদনের পূর্বে এই বিষয়টি ভালো করে দেখে নেওয়ার কথা বলা হয়েছে।
আবেদনের ফি:
ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য, ফি বাবদ ৬০০ টাকা করে দিতে হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ST, SC বা PWD প্রার্থীদের। আবেদনের জন্য তাঁদের ফি বাবদ ৪০০ টাকা করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এক্ষেত্রে ফি জমা নেওয়ার শেষ তারিখ কবে তা আলাদা করে উল্লেখ করা নেই।
আবেদনের পূর্বে সকলকে নোটিফিকেশনটি ভালো করে পড়ে দেখার আবেদন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্ত নথি হাতের সামনে রাখতে বলা হচ্ছে এবং আবেদনের পর ফি দেওয়ার প্রক্রিয়াটিও দেখে নিতে বলা হচ্ছে।