আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে CSIR-CGCRI-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার শেষ দিন ১৫ অক্টোবর, ২০২১। এর পর প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা ফর্মের একটি হার্ড কপি ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ CSIR-CGCRI দফতরে পাঠাতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে CSIR-CGCRI-এর সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে।
advertisement
আরও পুড়ুনঃ সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন- https://career.cgcri.res.in/vacancy/
বিশেষ ঘোষণা:
প্রতিষ্ঠানের তরফে উৎসাহী, দুর্দান্ত অ্যাকাডেমিক রেকর্ড প্রাপ্ত, গবেষণায় আগ্রহী ভারতীয় তরুণ গবেষকদের আহ্বান জানানো হয়েছে।
বেতনক্রম:
উল্লিখিত পদে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতনক্রম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA), হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA), ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স (TA) ইত্যাদি দেওয়া হবে।
আরও পুড়ুনঃ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে শীঘ্রই নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সিএসআইআর সেন্ট্রাল গ্লাস এবং সেরামিক রিসার্চ ইন্সটিটিউট (CSIR-CGCRI) |
পদের নাম | সায়েন্টিস্ট |
শূন্যপদের সংখ্যা | ১৪ |
কাজের স্থান | কলকাতা, খুর্জা এবং নারোদা |
কাজের ধরন | সরকারি কাজ |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | নির্দিষ্ট কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন এবং অফলাইন |
আবেদনের শেষ দিন | অনলাইন- ১৫.১০.২০২১ এবং অফলাইন- ৩০.১০.২০২১ |
আরও পুড়ুনঃ সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
কাজের স্থান:
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রার্থীদের কলকাতা, খুর্জা বা নারোদায় অবস্থিত CSIR-CGCRI প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে স্থান অনুযায়ী HRA-র অর্থ অনুমোদন করার ব্যবস্থাও প্রতিষ্ঠান করবে।