TRENDING:

Rail Kaushal Vikas Yojana: কেন্দ্রের বড় সিদ্ধান্ত! মাধ্যমিক পাশ থাকলেই হাতের মুঠোয় সোনালি ভবিষ্যত, সরকারি ট্রেনিং-এ ভাল চাকরির দুরন্ত সুযোগ...

Last Updated:

সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং! রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) রেল কৌশল বিকাশ যোজনা (Rail Kaushal Vikas Yojana) নামে এই প্রকল্পের শুভ সূচনা করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আরও উন্নত করতে বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। যুব সম্প্রদায় যাতে আরও বেশি করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসে তার জন্য সম্পূর্ণ বিনামুল্যে ইন্ডাস্ট্রি সম্পর্কিত স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ভারত সরকার। এ ক্ষেত্রে রেলওয়ে ট্রেনিং ইন্সটিটিউটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গত শুক্রবারই মাননীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) রেল কৌশল বিকাশ যোজনা (Rail Kaushal Vikas Yojana) নামে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন।
কেন্দ্রের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং
Representative Image
কেন্দ্রের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং Representative Image
advertisement

আরও পড়ুন: Sub Inspector-সহ ৯৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর থেকে! জেনে নিন যাবতীয় তথ্য...

প্রায় এক দশক ধরে দেশের বিভিন্ন রাজ্যের যুব সম্প্রদায়ের মোট ৫০ হাজার জনকে এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হবে। তবে প্রাথমিক ভাবে ১ হাজার ছেলে-মেয়েরা এই সুযোগ পাবেন। শুরুতে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিস্ট এবং ফিটার ট্রেডের বিভিন্ন শাখায় এই ট্রেনিং দেওয়া হবে। পরবর্তীতে স্থানীয় চাহিদা ও প্রয়োজন অনুসারে আরও ট্রেডকে এই ট্রেনিংয়ের অংশীভূত করবে বিভিন্ন জোনাল রেলওয়ে।

advertisement

কী ভাবে অংশগ্রহণ করা যাবে?

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। মূলত দশম শ্রেণির শংসাপত্রের নম্বরের ভিত্তিতে স্বচ্ছ ভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে।

এক নজরে প্রকল্প সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

প্রকল্পের নাম: রেল কৌশল বিকাশ যোজনা

advertisement

পদের নাম: ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিস্ট এবং ফিটার

শূন্যপদের সংখ্যা: ৫০,০০০

কাজের স্থান: ইন্ডিয়া

কাজের ধরন: সরকারি ট্রেনিং

নির্বাচন পদ্ধতি: শর্ট লিস্ট

আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

বিশেষ ঘোষণা

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের যুব সম্প্রদায়কে শুধুমাত্র বাণিজ্য সংক্রান্ত ট্রেডে স্বনির্ভর ও পারদর্শী করে তুলতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে পরবর্তীকালে রেলওয়েতে কোনও প্রকার চাকরি বা কাজের জন্য প্রার্থীরা দাবি করতে পারবেন না।

advertisement

আরও পড়ুন: Central Government-এ চাকরির বিরাট সুযোগ! গবেষণা কেন্দ্রে একগুচ্ছ পদে নিয়োগ, আবেদন করুন...

উক্ত বিষয়ে ট্রেনিং সংক্রান্ত প্রোগ্রাম কারিকুলাম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বেনারাস লোকোমোটিভ ওয়ার্ক্সকে (Banaras Locomotive Works)। নির্বাচিত প্রার্থীদের একটি স্ট্যান্ডার্ট নিরীক্ষামূলক পদ্ধতি দ্বারা পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। ট্রেনিং শেষে সফল প্রার্থীদের ন্যাশনাল রেল এবং ট্রান্সপোর্টেশন ইন্সটিটিউশনের (National Rail & Transportation Institute) তরফে সার্টিফিকেটও দেওয়া হবে। সার্টিফিকেট ছাড়াও প্রার্থীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী টুলকিট প্রদান করা হবে যাতে তারা প্রাপ্ত শিক্ষা ভবিষ্যতে কাজে লাগাতে পারেন এবং সেই সঙ্গে স্বনির্ভর ভাবে কাজ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ৭২টি রেলওয়ে ইন্সটিটিউট এই কাজে প্রার্থীদের শর্ট লিস্ট করে ট্রেনিং দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Rail Kaushal Vikas Yojana: কেন্দ্রের বড় সিদ্ধান্ত! মাধ্যমিক পাশ থাকলেই হাতের মুঠোয় সোনালি ভবিষ্যত, সরকারি ট্রেনিং-এ ভাল চাকরির দুরন্ত সুযোগ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল