গুরুত্বপূর্ণ তারিখ:
এই পদে আবেদন শুরু হয়েছে ২২ জুন ২০২১ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে ১৫ জুলাই ২০২১। নিয়োগ পরীক্ষা অনলাইনে হবে। ৬ অগস্ট থেকে ১৬ অগস্ট-এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
শূন্যপদ:
ওড়িশা পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য মোট শূন্যপদ ৪৭৭টি।
যোগ্যতা:
প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী প্রার্থী যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের মনে রাখতে হবে ২০২১ সালের ১ জানুয়ারির হিসাবে যেন ২৫ বছর বয়স হয়। এর থেকে কম বয়সের আবেদনকারীকে যোগ্য বলে বিবেচিত করা হবে না।
advertisement
নির্বাচন প্রক্রিয়া:
এই পদের জন্য বাছাই প্রক্রিয়া লিখিত একটি পরীক্ষার মাধ্যমে হবে। লিখিত ওই পরীক্ষার পোশাকি নাম কম্পিউটার বেসড রিক্রুটমেন্ট এক্সামিনেশন (CBRE)। কোনও প্রকার ভাইবা ও ফিজিকাল টেস্ট হবে না।
আবেদন ফি:
শুধুমাত্র SC এবং ST ক্যাটগরির প্রার্থীরা ছাড়া জেনারেল সহ অন্য সব আবেদনকারীকে ২৮৫ টাকা জমা করতে হবে। আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।
সময় থাকতে সত্বর আবেদন করতে বলা হয়েছে। তারিখ সংক্রান্ত কোনও আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে। আরও অন্য তথ্যের জন্য প্রার্থীকে odishapolice.gov.in-এ যেতে বলা হয়েছে।