আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে PHL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন: কলকাতাতেও রয়েছে শূন্যপদ! তরুণ গবেষকদের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল CSIR-CGCRI
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ২৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | পবন হংস লিমিটেড (PHL) |
পদের নাম | ট্রেনি টেকনিশিয়ান |
শূন্যপদের সংখ্যা | ২৮ |
কাজের স্থান | ইন্ডিয়া |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত কাজ |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | মেকানিক্যাল, এরোনটিক্যাল, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন এবং ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল ট্রেডে ডিপ্লোমা, ১ বছরের কাজের অভিজ্ঞতা |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩০.০৯.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা:
যে সকল প্রার্থীরা মেকানিক্যাল, এরোনটিক্যাল, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন এবং ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল ট্রেডে ডিপ্লোমা করেছেন তাঁরা আবেদন করতে পারেন। এরই পাশাপাশি যে প্রার্থীদের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ও হেলিকপ্টার মেইনটেনেন্সে ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
আরও পড়ুন: সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
বিশেষ ঘোষণা:
প্রাথমিক ভাবে প্রার্থীদের ১ বছরের প্রশিক্ষণে নিযুক্ত করা হবে। প্রশিক্ষণ সফল ভাবে সমাপ্ত হলে তাদের জুনিয়র টেকনিশিয়ান লেভেল-১–এ নতুন করে তিন বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে প্রত্যেক চুক্তির জন্য প্রার্থীদের আলাদা বন্ডে চুক্তিভুক্ত থাকতে হবে। প্রতিষ্ঠান সূত্রে আরও জানানো হয়েছে যে, এক বছরের প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ থাকবেন এটাই কাম্য। এছাড়াও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে ভারতের যে কোনও রাজ্যে প্রার্থীদের পাঠানো হতে পারে।
আরও পড়ুন: সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে- https://www.pawanhans.co.in/english/CareerDetailsN.aspx?id=2265