TRENDING:

OPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে মেডিক্যাল অফিসার নিয়োগ চলছে, আজই আবেদন করুন

Last Updated:

OPSC Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের (Odisha Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ এ পদে মেডিক্যাল অফিসার (Medical Officers) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
 Job Vacancy- Photo Courtesy- Representative
Job Vacancy- Photo Courtesy- Representative
advertisement

OPSC Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

OPSC Recruitment 2021: বিশেষ ঘোষণা

প্রার্থীদের ওড়িশার এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স মেডিক্যাল সার্ভিসেস (Employees’ State Insurance Medical Services) ক্যাডার এবং ESI বিভাগের অধীনে নিয়োগ করা হবে।

OPSC Recruitment 2021: বেতনক্রম

ওপিএসসির তরফে জানানো হয়েছে যে, চাকরিতে যোগদানের ক্ষেত্রে সুপার স্পেশ্যালাইজেশন পদের জন্য ৩০,০০০ টাকা, স্নাতকোত্তরদের জন্য ২০,০০০ টাকা এবং ওড়িশা সরকার কর্তৃক স্বীকৃত পিজি ডিপ্লোমা যোগ্যতার সম্পন্নদের জন্য ১০,০০০ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে।

advertisement

OPSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা

ওড়িশা মেডিকেল রেজিস্ট্রেশন নিয়ম অনুসারে ১৯৬৫ এর অধীনে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থিরা যাঁদের এমবিবিএস ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য। যাঁরা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত তাঁদের MCI দ্বারা স্বীকৃত কনভার্সন সার্টিফিকেট থাকা আবশ্যিক।

OPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন করা হবে মূলত লিখিত পরীক্ষার ভিত্তিতে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কটক বা ভুবনেশ্বরে।

advertisement

আরও পড়ুন- সর্বোচ্চ ৬৭৭০০ টাকা পর্যন্ত বেতন! একসঙ্গে একাধিক পদে নিয়োগ, আবেদন করুন শীঘ্র

OPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৮৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (Odisha Public Service Commission)

পদের নাম: মেডিক্যাল অফিসার

advertisement

শূন্যপদের সংখ্যা: ৮৫

কাজের স্থান: ওড়িশা

কাজের ধরন: স্থায়ী

আরও পড়ুন- ২৭৫ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারতীয় নৌসেনা! আজই আবেদন করুন!

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা

আবেদন প্রক্রিয়া শুরু: ১২.১১.২০২১

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি

বেতনক্রম: সুপার স্পেশ্যালাইজেশন- ৩০,০০০ টাকা, স্নাতকোত্তর- ২০,০০০ টাকা, পিজি ডিপ্লোমা যোগ্যতা সম্পন্ন- ১০,০০০ টাকা

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ১৩.১২.২০২১

উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগের বিষয়ে আরও অধিক জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
OPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে মেডিক্যাল অফিসার নিয়োগ চলছে, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল