ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই পশুপালন ও পশুচিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য ভারতের বা বিদেশের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, ওড়িশা পশুচিকিৎসা অনুশীলনকারী আইন, ১৯৭০ এর আওতায় নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১: নির্বাচনের পদ্ধতি
ভেটেরিনারি সহকারী সার্জনের পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।
advertisement
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১: কী ভাবে আবেদন করতে হবে
প্রার্থীদের অবশ্যই ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট opsc.gov.in-এ যেতে হবে।
এর পর হোম পেজে একটি অনলাইন আবেদন লিঙ্কে পাওয়া যাবে, তাতে ক্লিক করতে হবে।
এবার আরও একটি পেজ খুলবে, যেখানে কোনও প্রার্থী আগে থেকে নিজেকে রেজিস্টার করে রাখলে রেজিস্টারড ইউজার লিঙ্কে ক্লিক করতে হবে। আর আগে থেকে রেজিস্ট্রার না করা থাকলে নিউ ইউজার লিঙ্কে ক্লিক করতে হবে।
এবার প্রয়োজনী তথ্য বিশদে লিখে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
একটি আবেদনের ফর্ম আসবে, সেটাকে পূরণ করলেই আবেদন ফি জমা করতে বলা হবে।
সব সম্পন্ন হলে, কনফারমেশন পেজটিকে ডাউনলোড করে নিতে হবে।
নিজের বা পরবর্তী কোনও অফিসিয়াল প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট করে নিতে হবে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১: অ্যাপ্লিকেশন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি প্রদানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য প্রার্থীকে ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।