তাই হাজারের উপর চাকরিপ্রার্থী এদিন অশোকনগরে হাজির হয়েছিলেন নিজেদের বেকারত্ব ঘুচিয়ে চাকরি খুঁজতে। এমন অভিনব চাকরি মেলার আয়োজন করে জেলায় সাড়া ফেলে দিয়েছে “হৃদয়ের কর্মশালা”। তৃতীয় ধাপে এই ব্যাপক সাড়া দেখে আপ্লুত উদ্যোক্ততারাও। জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা হাজির হয়েছিলেন এদিন। ১৮ থেকে ৮০ নানা বয়সের পুরুষ মহিলারা এখানেই খোঁজ পেলেন তাঁদের মানানসই কর্মসংস্থানের।
advertisement
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
আগেই সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছিল এই হাটের কথা। যেখানে বিভিন্ন ধরনের সংস্থার আধিকারিকেরা একই ছাদের তলায় বসে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নিতে পারবেন পছন্দের চাকরিপ্রার্থীকে। অপরদিকে, এই হাটে আসা চাকরিপ্রার্থীরাও খুঁজে নিতে পারবেন নিজেদের পছন্দসই পেশা। সেই লক্ষ্যেই অশোকনগর ৮ নম্বর কালিবাড়ি মোড় সংলগ্ন এক অনুষ্ঠান গৃহকে বেছে নেওয়া হয়েছিল। দক্ষতা অনুযায়ী বিভিন্ন পেশায় ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ মিলল এই চাকরিপ্রার্থীদের। তার মধ্যে শতাধিক চাকরিপ্রার্থী সফল হয়ে বেসরকারি নানা সংস্থায় কাজের সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন: মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
গোটা এই প্রক্রিয়ার জন্য কোনও রকম টাকাও দিতে হয়নি কোনও চাকরিপ্রার্থীকেই। চাকরির নামে প্রতারণা ঠেকিয়ে, এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্টের পাশাপাশি সিকিউরিটি গার্ড, শপিং মলের চাকরি-সহ হাতের কাজের সুযোগও ছিল গৃহবধূদের জন্য। এমনকি ৭০ উর্ধ্ব এক চাকরিপ্রার্থীও এই মেলার মাধ্যমে চাকরির সুযোগ পান। সফল চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়, যা অনেকের মুখেই এদিন ফুটল হাসি। আগামী দিনে আরও বড় পরিসরে এই কর্মসংস্থানের হাট করার আশা রয়েছে উদ্যোক্তাদের বলেই জানানো হল।





