বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিউরিটি গার্ড পদের জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। শারীরিকভাবে সতেজ, দায়িত্ববান এবং জরুরি পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। অন্যদিকে, অফিস অ্যাটেন্ড্যান্ট পদের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হওয়া আবশ্যক এবং সঙ্গে থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান। ফাইল মেইনটেনেন্স, অফিস সফটওয়্যার ব্যবহার, ই-মেল কমিউনিকেশন—এসব বিষয়ে জ্ঞান থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। উভয় পদেই আপাতত অস্থায়ী নিয়োগ হবে এবং দৈনিক মজুরির ভিত্তিতে কর্মী নেওয়া হবে। অভিজ্ঞতা থাকলে বাড়িতে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন-ধর্মেন্দ্র কি আদৌ লাইফ সাপোর্টে? বলিউডের ‘হি-ম্যান’-কে নিয়ে সানির টিম দিল বড় খবর
যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র বলেন, ‘আমাদের কলেজে সিকিউরিটি গার্ড এবং অফিস অ্যাটেন্ড্যান্ট—এই দুইটি পদে অস্থায়ী কর্মী নেওয়া হবে। কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে, কখন ইন্টারভিউ হবে—সব তথ্য কলেজের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হবে।’ বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট https://yspm.edu.in/ এ ভিজিট করতে হবে।
আরও পড়ুন-‘কার পা ছুঁয়ে আর্শীর্বাদ নেব…!’ মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তকে হারিয়ে শোকে পাথর অভিষেক বচ্চন
ইন্টারভিউ হবে আগামী ১৩ নভেম্বর, বৃহস্পতিবার। সকাল ১০.৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের হাজির হতে হবে কলেজের প্রশাসনিক ভবনের মিটিং হলে। সঙ্গে আনতে হবে বায়ো-ডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) এবং প্রয়োজনীয় নথিপত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে।






