TRENDING:

Job Alert: মোটা অঙ্কের বেতন, উচ্চ মাধ্যমিক ও স্নাতক হলেই মিলবে কাজের সুযোগ! আজই আবেদন করুন

Last Updated:

Job Alert: অফিস স্টাফ এবং ম্যানেজার পদে কর্মপ্রার্থী চাই একটি বেসরকারি সংস্থাতে। তাই আজই আবেদন করুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ ও বীরভূম জেলার জন্য। অফিস স্টাফ এবং ম্যানেজার পদে কর্মপ্রার্থী চাই একটি বেসরকারি সংস্থাতে। তাই আজই আবেদন করুন। “অন্নপূর্ণা ক্রেডিট এন্ড কঞ্জুমার মাল্টিস্টেট কো-অপারেটিভ সোসাইটির” পক্ষ থেকে এক বিশেষ নিয়োগের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি জেলা ভিত্তিক অফিস স্টাফ, ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ, নদীয়া, মালদা ও বীরভূম জেলার জন্য।
বেসরকারি সংস্থাতে চাকরির সুযোগ 
বেসরকারি সংস্থাতে চাকরির সুযোগ 
advertisement

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/গ্রাজুয়েশন (স্নাতক) আবশ্যিক। (কলা বিভাগ, কমার্স, বিজ্ঞান বিভাগ)।

আরও পড়ুনঃ দীপাবলিতে ‘এই’ ৬ জিনিস দেখা খুবই শুভ! দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে হুড়মুড়িয়ে

General: সর্বোচ্চ ৩০ বছর। SC/ST/OBC: সর্বোচ্চ ৩৫ বছর। সায়েন্স, কেমিস্ট্রি এবং কমার্স গ্রাজুয়েটরা বিশেষ অগ্রাধিকার পাবেন। ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার MBA ডিগ্রি আবশ্যিক।ব্যাংক কর্মচারীরা অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন ১০,০০০ থেকে ৩৫,০০০। সংস্থার তরফে জানানো হয়েছে মোট শূন্যপদ (অফিস স্টাফ):- ১৫০ জন প্রার্থীর আবেদন জমা নেওয়া হবে।

advertisement

View More

আবেদনের মাধ্যম:  ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা তাদের CV (বায়োডাটা) সহ আবেদন করতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

আবেদন পাঠানোর প্রক্রিয়া: CV-এর PDF ফাইলটি 9932007138 / 9800911629 এই দুটি  WhatsApp নম্বরে পাঠাবেন জেলার নাম ও ব্লকের নাম অবশ্যই লিখে দেবেন। সংস্থার তরফে এও জানানো হয়েছে, এই ই কাজের জন্য কোনো প্রকার টাকা/পয়সা লাগবে না। কর্মসংস্থানের সুযোগে আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: মোটা অঙ্কের বেতন, উচ্চ মাধ্যমিক ও স্নাতক হলেই মিলবে কাজের সুযোগ! আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল