আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, রাত ১২টা। আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, রাত ১২টা। চূড়ান্ত আবেদনপত্র জমার শেষ দিন: ২৪ অক্টোবর ২০২৫, রাত ১২টা। মোট শূন্যপদ চারটি। চিকিৎসক পদে আবেদন করতে পারবেন ২১ থেকে ৫০ বছরের প্রার্থীরা। মাল্টিপারপাস ওয়ার্কার পদের জন্য বয়সসীমা নির্ধারিত হয়েছে ২১ থেকে ৪০ বছর।
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী আয়ুষ চিকিৎসক (ইউনানি) পদে একটি শূন্যপদ রয়েছে। মাসিক বেতন ৪০ হাজার টাকা। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইউনানি Bums-এ স্নাতক ডিগ্রি আবশ্যক। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ ইউনানি মেডিসিনে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
আরও পড়ুনঃ ডুয়ার্সের টিকিট-হোমস্টে বুক হয়ে রয়েছে? কোথায় ঘুরবেন ভাবছেন? চিন্তা নেই, ‘এই’ জায়গাগুলি এখন খোলা
একইভাবে, আয়ুষ চিকিৎসক আয়ূর্বেদ পদে একটি শূন্যপদ রয়েছে। এখানেও মাসিক বেতন ৪০ হাজার টাকা। বয়সসীমা ২১ থেকে ৫০ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ূর্বেদ BAMS-এ স্নাতক ডিগ্রি। প্রার্থীকে পশ্চিমবঙ্গ আয়ূর্বেদ পরিষদে রেজিস্ট্রেশন করাতে হবে। আবেদনকারীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক। পাশাপাশি, মাল্টিপারপাস ওয়ার্কার পদে মোট দুটি শূন্যপদ রয়েছে। একটি ইউনানি বিভাগের জন্য এবং একটি আয়ূর্বেদ বিভাগের জন্য। এই পদের জন্য মাসিক বেতন ১৫ হাজার টাকা। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা কোর্স আবশ্যক। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। https://wbhealth.gov.in/ এর পাশাপাশি, Murshidabad.gov.in তথ্য পেয়ে যাবেন।