পদের বিবরণ
বিজ্ঞপ্তিতে থেকে জানা গিয়েছে যে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে কনস্টেবল (GD) পদ, অসম রাইফেলস পরীক্ষায় NIA, SSF এবং রাইফেলম্যান (GD) ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ
কমিশনের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ৩১ অগাস্ট, ২০২১। কমিশন এও জানিয়েছেন এর পর আর সময়সীমা বাড়ানো হবে না। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
advertisement
শূন্যপদের সংখ্যা
উল্লিখিত পদে মোট ২৫,২৭১টি শূন্যপদ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শূন্যপদের বিবরণ
পুরুষ: ২২,৪২৪
মহিলা: ২৮৪৭
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীদের ১ অগাস্ট, ২০২১ তারিখ অনুযায়ী বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর হতে পারে। প্রার্থীদের জন্মের তারিখ ০২-০৮-১৯৯৮-এর পূর্বে এবং ০১-০৮-২০০৩ তারিখের পরে হওয়া বাঞ্ছনীয় নয়।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে শারীরিক দক্ষতামূলক পরীক্ষা, মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্য দিয়ে নিয়োগ করা হবে।
ফর্ম ফিল আপের আগে প্রার্থীদের প্রদত্ত নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ে নিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে নিতে পারেন।