TRENDING:

Job News in IIT Kharagpur: রসায়নে মাস্টার ডিগ্রি রয়েছে? আইআইটিতে দারুণ বেতনে কাজের সুযোগ! এখনই আবেদন করুন

Last Updated:

Job News in IIT Kharagpur: অনলাইনে করা যাবে আবেদন। স্বপ্নের গবেষণার কাজের এই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই জানুন বিশদে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আপনার কি রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজের জন্য ইতিমধ্যেই আইআইটি খড়গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
advertisement

বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একজন কর্মী নিয়োগ করবে প্রযুক্তিবিদ্যার এই প্রাচীনতম প্রতিষ্ঠান। রসায়ন বিষয়ে স্নাতকোত্তর পাশ থাকলেই আবেদন জানানো যাবে এই পদের জন্য। অনলাইনেই আবেদন জানাতে হবে আবেদনকারীদের। সে ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি মানতে হবে সকলকে।

আরও পড়ুন: খেতেন রানি ক্লিওপেট্রা, বাংলার সস্তা নাইল্যা শাক খেলে বয়স ‘বাড়বে’ না! ইউরিক অ্যাসিড-রক্তচাপের দরজায় পড়বে খিল

advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি। BRNS, DAE, MUMBAI(BRNS Secretariat, Department of Atomic Energy, Government of India, Central Complex, 1st floor BARC, Mumbai – 400 085) এর আর্থিক সহযোগিতায় Design, synthesis and evaluation of new and efficient ligands for the separation of the targeted actinide ions from nuclear waste(DNW) প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করবে আইআইটি।

advertisement

আরও পড়ুন: ‘আমার নামে লকারটা খুলুন’! ব্যাঙ্কে ঢুকেই বলে উঠলেন মহিলা, শুনেই ম্যানেজারের মুখ চুন-কপালে ঘাম, কেন জানেন?

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। পাশ করতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এছাড়াও বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। নিযুক্ত ব্যক্তিকে অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৫।

advertisement

কীভাবে আবেদন জানানো যাবে? প্রথমে আবেদনকারীকে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। বিশদে জানতে ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News in IIT Kharagpur: রসায়নে মাস্টার ডিগ্রি রয়েছে? আইআইটিতে দারুণ বেতনে কাজের সুযোগ! এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল