সূত্রের খবর, সিআইডি দফতরে অপরাধতত্ত্ববিদ ও ফরেনসিক মনস্তত্ত্ববিদ খুঁজছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়েছে। অপরাধের প্যাটার্ন বুঝতেই নাকি এই সিদ্ধান্ত। সিআইডিতে একটি বিশেষ শূন্যপদ তৈরি করে এই পদে নিয়োগ হবে।
স্যুটকেস ভর্তি পুতিনের মলমূত্র! ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিনেও সঙ্গে আনেন রক্ষীরা! কেন জানেন?
advertisement
জানা গিয়েছে, সিআইডির অধীনে বিশেষ একটি নতুন পদ তৈরি করে সেখানে এই বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। অপরাধের প্যাটার্ন বোঝা, তদন্তের কৌশল নির্ধারণ এবং চার্জশিট প্রস্তুত করার সময় তাঁদের মতামত কাজে লাগানো হবে। এত দিন প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হত, তবে এবার সিআইডির ভেতরেই স্থায়ীভাবে বিশেষজ্ঞ (criminologist and forensic psychologist) নিয়োগ করা হচ্ছে।
অপরাধ বিশ্লেষণে আরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের দিকেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। বিভিন্ন সময়ের তদন্তে এই পদের নিয়োগে অনুভব করেছে রাজ্য পুলিশের অধীনে এই সংস্থা। বিভিন্ন অপরাধের চার্জশিট দেওয়ার সময় অপরাধতত্ত্ববিদ ও ফরেনসিক মনস্তত্ত্ববিদদের মতামত নিতে চায় এই সংস্থা। বিভিন্ন সময়ে বাইরে থেকে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিলেও এবার সিআইডিতেই এই পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।