TRENDING:

Job News 2022: বাম্পার খবর! ডিসেম্বরেই ভারতে ৫০০ কর্মী নিয়োগ করবে উবের, জেনে নিন এক ঝলকে!

Last Updated:

Job News 2022: উবেরের দাবি, ভারতে কর্মসংস্থানের বিষয়ে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে কর্মী নিয়োগের কথা ঘোষণা করল উবের (Uber)। সম্প্রতি উবের টেকনোলজিস (Uber Technologies)-এর তরফে ঘোষণা করা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৫০০ প্রযুক্তি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। ভারতে অবস্থিত উবেরের প্রযুক্তি কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের বিষয়েও বিশেষ ঘোষণা করা হয়েছে। অ্যাপ-ভিত্তিক মোবিলিটি (Mobility) এবং ডেলিভারি (Delevery) সংস্থাটি উবের হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর প্রযুক্তি কেন্দ্রগুলিতে ১০০০ জনের প্রযুক্তি দল রয়েছে।
চাকরির বড় খবর, দ্রুত আবেদন করুন
চাকরির বড় খবর, দ্রুত আবেদন করুন
advertisement

উবেরের দাবি, ভারতে কর্মসংস্থানের বিষয়ে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। এর আগে ২০২১ সালে উবের (Uber) ভারতে ২৫০ ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল। তবে শুধু ভারত নয়। গত কয়েক বছরে আমেরিকা, কানাডা, লাতিন আমেরিকা, আমস্টারডাম-সহ সারা বিশ্বে একটু একটু করে প্রস্থে বাড়ছে এই সংস্থা।

আরও পড়ুন : শুধু 'Expiry Date' নয়, ওষুধ কেনার আগে পাতার গায়ে দেখুন 'এই' দাগ, নাহলে কিন্তু চরম  ঠকতে হতে পারে! 

advertisement

এ সপ্তাহের শুরুতে বেঙ্গালুরুর টেক সেন্টারে একটি নতুন তলের উদ্বোধন করে উবের। সংস্থার সহ-সভাপতি এবং মোবিলিটি ইঞ্জিনিয়ারিং (Mobility Engineering) বিভাগের প্রধান প্রবীণ নেপাল্লি নাগা (Praveen Neppalli Naga) সম্প্রতি ভারতে ঘুরে গেলেন। সাংবাদিক সম্মেলনে প্রবীণ বলেন, ‘ভারত আমাদের প্রধান বাজার। এ দেশের দু’টি সেন্টারে আমরা আরও বিনিয়োগের বিষয়ে আগ্রহী।’

সংস্থার সিনিয়র ডিরেক্টর জয়রাম ভাল্লিয়ুর বলেন, ‘গতির দুনিয়ায় উবের-এর প্রযুক্তি কর্মীরা পথ প্রদর্শকের কাজ করে চলেছেন। আমরা আমাদের দলে এমন মানুষদের সঙ্গে কাজ করতে আগ্রহী যাঁরা মুহূর্তে যে কোনও সমস্যার সমাধান করে ফেলতে পারেন। দলগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে এমন মানুষকেই আমাদের চাই ভবিষ্যতের জন্য।’

advertisement

সংস্থার অপর ডিরেক্টর মনিকান্দন থঙ্গরাথনম (Manikandan Thangarathnam) বলেন, ‘সেরার সেরা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, প্রোগ্রাম ম্যানেজার খুঁজছে উবের। গ্লোবাল টিমের সদস্য হিসেবে তাঁদের গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য স্থানীয় দক্ষতা নিয়ে বিশ্ব মানের পরিকাঠামো তৈরি করা— বিল্ডিং লোকালি অ্যান্ড স্কেলিং গ্লোবালি।’

আরও পড়ুন : একজনের ক্রোধের তীব্র রূপ দেখছেন? 'সেই' মানুষের মুখ দেখবেন কেবল জিনিয়াসরাই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভারতে উবেরের প্রযুক্তিগত অংশটি কাজ করতে শুরু করেছিল ২০১৪ সালে হায়দরাবাদের জুবিলি হিলের একটি বাংলোয়। পরে তা বিস্তৃত হয়ে পড়ে। বর্তমানে ভারতে উবেরের এই টেক সেন্টারটি আমেরিকার পরেই সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর এই টেক সেন্টার আসলে উবেরের যাবতীয় জটিল কর্মকাণ্ড যেমন রাইডার ইঞ্জিনিয়ারিং (Rider Engineering), ইটস ইঞ্জিনিয়ারিং (Eats Engineering), ইনফ্রা টেক (Infra tech), ডেটা (Data), ম্যাপ (Maps), উবের ফর বিজনেস (Uber for Business), ফিনান্সিয়াল টেকনোলজি (FinTech), কাস্টমার অবসেশন (Customer Obsession) প্রভৃতি সামলায়।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job News 2022: বাম্পার খবর! ডিসেম্বরেই ভারতে ৫০০ কর্মী নিয়োগ করবে উবের, জেনে নিন এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল