NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : মোট শূন্যপদের সংখ্যা
NABARD এ মোট ১৫৩ টি শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সবগুলিই গ্রেড A পোস্টের জন্য। এই পদগুলির জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে অগাস্ট মাসের শেষের দিকে এবং মেন পরীক্ষার কবে নেওয়া হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মেনস পরীক্ষার দিন এখন জানানো হয়নি।
advertisement
NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : শিক্ষাগত যোগ্যতা
যাঁর ম্যানেজার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের প্রত্যেককে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এবং মেনস সাবজেক্টে জন্য নির্দিষ্ট বিষয় স্নাতক স্তরে থাকতে হবে। তবেই ওই পদের জন্য আবেদন করা যাবে।
NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : বয়সসীমা
NABARD এর ম্যানেজার পদে যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১ জুলাই ২০২১ এর মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং সর্বনিম্ন ২১ বছর হতে হবে।
NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : নিয়োগ প্রক্রিয়া
মোট তিনটি ধাপে প্রার্থী যাচাই করা হবে। প্রথমে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তারপর মেনস পরীক্ষা নেওয়া হবে। এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী যাচাই করা হবে। যাঁরা প্রিলিম ও মেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাঁদেরই ইন্টারভিউতে ডাকা হবে।
NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : আবেদন ফি
ওই পদটির জন্য আবেদন ফি ৮০০টাকা ধার্য করা হয়েছে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য আবেদন ফি ১৫০টাকা রাখা হয়েছে।
যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদন করার আগে ভালো করে নোটিফিকেশন পড়ে নিয়ে তারপরেই আবেদন করবেন। বিস্তারিত নোটিফিকেশন দেখার জন্য ক্লিক করুন-https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607211640Grade%20A-2021%20Advt.pdf