TRENDING:

NABARD Assistant Manager Recruitment 2021: ম্যানেজার পদে প্রচুর নিয়োগ, ১৫০ টির বেশি শূন্যপদ! বিশদে জানুন

Last Updated:

ই পদগুলির জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে অগাস্ট মাসের শেষে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : বেশ কয়েকটি পদে নিয়োগ করবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট বা নাবার্ড। ওই পদগুলির জন্য যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা NABARD এর সাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। জুলাই ১৭ তারিখ থেকে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। ৭ অগাস্ট ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।
advertisement

NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : মোট শূন্যপদের সংখ্যা

NABARD এ মোট ১৫৩ টি শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সবগুলিই গ্রেড A পোস্টের জন্য। এই পদগুলির জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে অগাস্ট মাসের শেষের দিকে এবং মেন পরীক্ষার কবে নেওয়া হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মেনস পরীক্ষার দিন এখন জানানো হয়নি।

advertisement

NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : শিক্ষাগত যোগ্যতা

যাঁর ম্যানেজার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের প্রত্যেককে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এবং মেনস সাবজেক্টে জন্য নির্দিষ্ট বিষয় স্নাতক স্তরে থাকতে হবে। তবেই ওই পদের জন্য আবেদন করা যাবে।

NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : বয়সসীমা

NABARD এর ম্যানেজার পদে যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১ জুলাই ২০২১ এর মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং সর্বনিম্ন ২১ বছর হতে হবে।

advertisement

NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : নিয়োগ প্রক্রিয়া

মোট তিনটি ধাপে প্রার্থী যাচাই করা হবে। প্রথমে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তারপর মেনস পরীক্ষা নেওয়া হবে। এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী যাচাই করা হবে। যাঁরা প্রিলিম ও মেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাঁদেরই ইন্টারভিউতে ডাকা হবে।

NABARD অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২১ : আবেদন ফি

advertisement

ওই পদটির জন্য আবেদন ফি ৮০০টাকা ধার্য করা হয়েছে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতির জন্য আবেদন ফি ১৫০টাকা রাখা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যাঁরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদন করার আগে ভালো করে নোটিফিকেশন পড়ে নিয়ে তারপরেই আবেদন করবেন। বিস্তারিত নোটিফিকেশন দেখার জন্য ক্লিক করুন-https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607211640Grade%20A-2021%20Advt.pdf

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NABARD Assistant Manager Recruitment 2021: ম্যানেজার পদে প্রচুর নিয়োগ, ১৫০ টির বেশি শূন্যপদ! বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল