TRENDING:

MoES Recruitment 2021: মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসে রিসার্চ ফেলো, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ; আবেদন চলছে!

Last Updated:

চুক্তির সময়সীমা ১ বছর, পরবর্তীতে কাজের দক্ষতার ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস (Ministry of Earth Sciences) চাকরির সুবিধা এনে দিচ্ছে। সম্প্রতি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসের অফিসিয়াল ওয়েবসাইটে moes.gov.in-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা ২০ অগাস্ট, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র পাওয়া যাবে MoES-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৮১টি রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিস্তারিত বিবরণ

প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র রিসার্চ ফেলো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, উল্লিখিত পদে অস্থায়ী ভাবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থকে জানানো হয়েছে। আপাতত চুক্তির সময়সীমা ১ বছর, পরবর্তীতে কাজের দক্ষতার ভিত্তিতে এবং প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

advertisement

এক বিজ্ঞপ্তি জারি করে MoES সূত্রে জানানো হয়েছে যে, প্রার্থীদের বিভিন্ন প্রোগ্রামে যেমন কোস্টাল প্রসেস এবং হ্যাজার্ড, মেরিন পলিউশন এবং মেরিন লিটার, ইকোসিস্টেম এবং ক্রিটিক্যাল হ্যাবিট্যাটস্‌, মেরিন স্পেশ্যাল প্ল্যানিং ইত্যাদিতে নিয়োগ করা হবে। ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের (National Centre for Coastal Research) নানা পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

advertisement

কী ভাবে আবেদন করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

প্রার্থীদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর ফর্মের হার্ডকপি পাঠাতে হবে এই ঠিকানায়- The Director, National Centre for Coastal Research (NCCR), Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100। এনভেলাপের ওপর আবেদন পদের সম্পূর্ণ বিবরণ, পদের কোড নম্বর এবং রেফারেন্স নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
MoES Recruitment 2021: মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেসে রিসার্চ ফেলো, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ; আবেদন চলছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল