TRENDING:

Job Vacancy: সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারে প্রচুর পদে নিয়োগ! জানুন সব

Last Updated:

IISER Recruitment 2021: প্রার্থীরা আগামী ৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র (Job Vacancy) জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: সম্প্রতি মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের (Indian Institute of Science Education and Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
Job Vacancy: iiser recruitment 2021-Photo- Representative
Job Vacancy: iiser recruitment 2021-Photo- Representative
advertisement

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে iisermohali.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।

আরও পড়ুন - Job Vacancy: আপনি দশম শ্রেণী পাস, তাহলেই Indian Navy-তে কাজের সুযোগ!

IISER Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন - বিয়ের পর প্রথম কড়বা চৌথ, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, গলায় মঙ্গলসূত্র, দাম শুনলে ঘুরবে মাথা

IISER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

IISER Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর: ১টি পদ

advertisement

সুপারিনটেন্ডেট (অ্যাকাউন্টস): ২টি পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার: ২টি পদ

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১০টি পদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১২টি পদ

কুক: ১টি পদ

আরও পড়ুন - Lips: হায় কপাল! সুন্দরী মহিলার ঠোঁটের শেষে ‘এই’ পরিণতি হল ব্রাজিলে, Viral Photo

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ, মোহালি (IISER)

advertisement

পদের নাম: ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর, সুপারিনটেন্ডেট (অ্যাকাউন্টস), জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং কুক

শূন্যপদের সংখ্যা: ২৮

কাজের স্থান: মোহালি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১

advertisement

IISER Recruitment 2021: আবেদনের যোগ্যতা

যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে https://www.iisermohali.ac.in/files/pdf/advt/Advertisementcontractualpositions.pdf গিয়ে খোঁজ নিতে পারেন।

IISER Recruitment 2021: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। প্রার্থীদের আবেদনের সময় অনলাইনেই আবেদন ফি জমা করাতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারে প্রচুর পদে নিয়োগ! জানুন সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল