এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে iisermohali.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন - Job Vacancy: আপনি দশম শ্রেণী পাস, তাহলেই Indian Navy-তে কাজের সুযোগ!
IISER Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৮ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন - বিয়ের পর প্রথম কড়বা চৌথ, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, গলায় মঙ্গলসূত্র, দাম শুনলে ঘুরবে মাথা
IISER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
IISER Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর: ১টি পদ
সুপারিনটেন্ডেট (অ্যাকাউন্টস): ২টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার: ২টি পদ
জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১০টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: ১২টি পদ
কুক: ১টি পদ
আরও পড়ুন - Lips: হায় কপাল! সুন্দরী মহিলার ঠোঁটের শেষে ‘এই’ পরিণতি হল ব্রাজিলে, Viral Photo
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং রিসার্চ, মোহালি (IISER)
পদের নাম: ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকটর, সুপারিনটেন্ডেট (অ্যাকাউন্টস), জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং কুক
শূন্যপদের সংখ্যা: ২৮
কাজের স্থান: মোহালি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১
IISER Recruitment 2021: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে https://www.iisermohali.ac.in/files/pdf/advt/Advertisementcontractualpositions.pdf গিয়ে খোঁজ নিতে পারেন।
IISER Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। প্রার্থীদের আবেদনের সময় অনলাইনেই আবেদন ফি জমা করাতে হবে।