TRENDING:

Job Vacancy: ভারতীয় ডাক বিভাগে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

কম্পিউটার চালিত পোস্ট অফিসে গিয়ে আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের (India Post) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রাজস্থান পোস্টাল সার্কেল জয়পুরের অধীনে বিভিন্ন পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
Job Vacancy: India post recruitment apply
Job Vacancy: India post recruitment apply
advertisement

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

India Post Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে যে কোনও কম্পিউটার চালিত পোস্ট অফিসে গিয়ে আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর। আবেদনপত্র জমা দিতে হবে প্রেস্ক্রাইব ফরম্যাটে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

advertisement

আরও পড়ুন - Job Vacancy: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর পদে নন-টিচিং স্টাফ নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

India Post Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

India Post Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট: ৯টি পদ

advertisement

পোস্টম্যান: ৮টি পদ

এমটিএস (MTS): ৫টি পদ

আরও পড়ুন - ICC T20 World Cup: Ind vs NZ: পাকিস্তানের কাছে হার থেকে শিক্ষা, এই চার ক্রিকেটারের নাম কাটা যাবে!

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ভারতীয় ডাক বিভাগ (India Post)

পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, এমটিএস (MTS)

advertisement

শূন্যপদের সংখ্যা: ২২

কাজের স্থান: রাজস্থান, জয়পুর

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদনের শেষ দিন: ০৬.১২.২০২১

India Post Recruitment 2021: বয়সসীমা

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদে আবেদনের জন্য সর্বোচ্চ ২৭ বছর এবং সর্বনিম্ন ১৮ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, বিভাগের তরফে এমটিএস পদে জন্য ১৮ থেকে ২৭ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।

advertisement

India Post Recruitment 2021: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করতে হবে। এর পর পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের ফটোকপি ডাক বিভাগের অফিসিয়াল ঠিকানায় পাঠাতে হবে। সে ক্ষেত্রে আবেদনের পূর্বে সম্পূর্ণ নোটিশটি ভালো করে পড়ে নেওয়াই বাঞ্ছনীয়। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, “The Assistant Director (Rectt), O/o the chief Postmaster General Rajasthan Circle, Sardar Patel Marg, C- Scheme, Jaipur- 302007”

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ভারতীয় ডাক বিভাগে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল