TRENDING:

APSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! যোগ্যতা স্নাতক পাশ!

Last Updated:

job vacancy- বিশদে জানতে প্রার্থীরা APSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://apsc.nic.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: সম্প্রতি অসম পাবলিক সার্ভিস কমিশনের (Assam Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্ল্যানিং সার্ভিসে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। মূলত ট্রান্সফরমেশন এবং ডেভেলপমেন্ট বিভাগের (Transformation & Development Department) অধীনে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
research assistant recruitment begins
research assistant recruitment begins
advertisement

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা APSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://apsc.nic.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।

APSC Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীদের আগামী ৩ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই https://rmt.vssc.gov.in/GA2021/s.jsp আবেদনপত্র পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন - Malaika Arora: ক্লিভলাইনের খাঁজের অবাধ আবেদন, উরু অবধি চেরা স্কার্ট, হট অবতার মালাইকা

APSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিতারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত প্ল্যানিং সার্ভিসে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অসম পাবলিক সার্ভিস কমিশন (APSC)

পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদের সংখ্যা: ৪৫

কাজের স্থান: অসম

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: নির্দিষ্ট কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৩.১১.২০২১

APSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে স্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, স্যোসিওলজি, অ্যানথ্রোপলজি, স্যোশাল অ্যানথ্রোপলজি, স্যোশাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট, জিওগ্রাফি বা কমার্স ইত্যাদির কোনও একটি বিষয় নিয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্তরা আবেদনের যোগ্য।

advertisement

APSC Recruitment 2021: বয়সসীমা

০১.০১.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

কমিশনের তরফে নির্বাচন পদ্ধতি সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ পায়নি। প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন। নিয়োগ সংক্রান্ত তথ্য যেমন আবেদন পদ্ধতি, আবেদনের ফি, বয়সসীমা বিষয়ে সমস্ত রকম তথ্য যথাযথ সময়ে ওয়েবসাইটে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন - BB 15 এই ফটোগুলি ধরাচ্ছে আগুন, নতুন এই তন্বী সুন্দরীর PHOTOS ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লিখিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- http://apsc.nic.in/

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
APSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! যোগ্যতা স্নাতক পাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল