AIIMS Bhubaneswar Group-A Recruitment 2021: আবেদনের তারিখ
সরাসরি দিন ধার্য করা না হলেও এমপ্লয়মেন্ট পেপারে (Employment News) প্রকাশিত বিজ্ঞপ্তির ৩০ দিনের মধ্যে উল্লিখিত পদের জন্য আবেদন করতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে ভুবনেশ্বর AIIMS–এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
আরও পড়ুন - West Bengal Weather Update: রবিবার থেকে তুমুল Rain- এ ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জারি Red Alert
advertisement
AIIMS Bhubaneswar Group-A Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১১২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
AIIMS Bhubaneswar Group-A Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রফেসর: ৩৬টি পদ
অ্যাডিশনাল প্রফেসর: ৩টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর: ৮টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ৬৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, ভুবনেশ্বর
পদের নাম: গ্রুপ-এ ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা: ১১২
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন, অফলাইন
আবেদনের শেষ দিন: ৩০ দিনের মধ্যে
আরও পড়ুন - Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার
AIIMS Bhubaneswar Group-A Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি এই লিঙ্কে গিয়ে বিশদে নিয়োগ সংক্রান্ত বিবরণ, বয়সসীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পড়ে দেখতে পারেন- https://aiimsbhubaneswar.nic.in/admin/Document/WhatNew/WhatNew-1410.pdf
AIIMS Bhubaneswar Group-A Recruitment 2021: বিশেষ ঘোষণা
আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদনপত্রে ফর্মটি পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Assistant Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Bhubaneswar, Sijua, Dumuduma, Bhubaneswar-751019’। এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত বিজ্ঞপ্তির ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে উল্লিখিত ঠিকানায়। নির্বাচিত প্রার্থীদের রুরাল বা আর্বান হেলথ সেন্টারে অথবা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক যুক্ত কোনও স্থানে নিয়োগ করা হবে। প্রার্থীদের কত দিনের জন্য নিয়োগ করা সেই বিষয়ে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত।