TRENDING:

HPSC SDAO Recruitment: পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

Last Updated:

Job Vacancy- ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে HPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে hpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (Haryana Public Service Commission) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার এবং সমযোগ্যতা সম্পন্ন (ক্লাস- ২) অন্যান্য পদে নিয়োগের কথা (Job Vacancy)ঘোষণা করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে HPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে hpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacacy hpsc sdao apply- Photo-Representative
Job Vacacy hpsc sdao apply- Photo-Representative
advertisement

HPSC SDAO Recruitment: আবেদনের তারিখ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

HPSC SDAO Recruitment: শূন্যপদের সংখ্যা

কমিশনের তরফে মোট ২৬টি পদ রয়েছে বলে জানানও হয়েছে।

আরও পড়ুন - HBD Ravichandran Ashwin: ৩৫ এ অশ্বিন, জন্মদিনে তারকা স্পিনারের অজানা গল্প

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (HPSC)

পদের নাম: সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার, সমযোগ্যতা সম্পন্ন (ক্লাস- ২) পদ

শূন্যপদের সংখ্যা: ২৬

কাজের স্থান: হরিয়ানা

কাজের ধরন: সরকারি কাজ

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচারে B.Sc অনার্স, M.Sc. ডিগ্রি, হিন্দি ভাষা জানতে হবে

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আরও পড়ুন - Weather Update: Bengal-এ ফের প্রবল দুর্যোগের আশঙ্কা, একাধিক জায়গায় Massive Rain alert জারি

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে

আবেদনের শেষ দিন: ০৬.১০.২০২১

HPSC SDAO Recruitment: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারে B.Sc অনার্স এবং M.Sc. ডিগ্রি থাকতে হবে। এছাড়াও দশম শ্রেণি পর্যন্ত সংস্কৃত বা হিন্দি একটি বিষয় হিসেবে থাকতে হবে অথবা B.A/M.A-তে হিন্দি একটি বিষয় হিসেবে থাকা বাধযতামূলক।

advertisement

HPSC SDAO Recruitment: বয়সসীমা

১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর এবং সর্বনিম্ন ২১ বছর ধার্য করা হয়েছে।

HPSC SDAO Recruitment: আবেদন ফি

পুরুষ প্রার্থী এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির (অন্যান্য রাজ্যের ক্ষেত্রে) প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। সমস্ত মহিলা প্রার্থীদের ২৫০ টাকা এবং হরিয়ানার বসবাসকারী SC/ BC-A/ BC-B/ ESM/ EWS ক্যাটাগরির মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

advertisement

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন- https://qa-efmprd.tcsion.com/EForms/configuredHtml/31253/71924/Index.html

HPSC SDAO Recruitment: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

প্রথমে HPSC–এর অফিসিয়াল ওয়েবসাইটের hpsc.gov.in হোমপেজে গিয়ে ‘Advertisements’ ট্যাবে ক্লিক করতে হবে। এর পর "Click here to apply online" অপশনে ক্লিক করে "Advertisement No. 5 of 2021 - for the Posts of Sub Divisional Agriculture Officer in Agriculture & Farmers Welfare Department" লেখা লিঙ্কে ক্লিক করলেই "New Registration"-এর অপশন পাওয়া যাবে। এর পর সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HPSC SDAO Recruitment: পাবলিক সার্ভিস কমিশনে এগ্রিকালচারাল অফিসার ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল